144
ধর্মনগর প্রতিনিধি।
বৃহস্পতিবার আসাম থেকে এ এস ০৬ বি ২১৪৩ নম্বরের একটি গাড়িকে ধর্মনগরের রামেশ্বর এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে আটক করা হয়। এই গাড়িতে তিনজন ড্রাগস কারবারি সাহেব উদ্দিন 19 বছর বয়স সুমন উদ্দিন ২৩ বছর বয়স এবং রাইজুল উদ্দিন ২৫ বছর বয়স আটক করা হয়। তাদের বাড়ি পার্শ্ববর্তী রাজ্য আসামের বারইগ্রামে। তাদের কাছ থেকে ১২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। একটি সূত্র জানাচ্ছে এই তিনজনকে জিজ্ঞাসাবাদে আসাম ত্রিপুরা আন্তরাজ্য ড্রাগস কারবারীদের চক্রটি সক্রিয় রয়েছে তা ধরা সম্ভব হবে বলে পুলিশের অভিমত। শুক্রবার দিন অভিরাজ্যের ড্রাগস কারবারি কে কোর্টে তোলা হবে বলে জানিয়েছে ধর্মনগর থানার দায়িত্বপ্রাপ্ত সেকেন্ড অফিসার ইন্সপেক্টর মমতাজ হাসিনা। ধর্মনগর থানায় ৬/২৪ নম্বরে মামলা নথিভুক্ত করে তদন্ত চলছে।