Home » হরিশনগর পঞ্চায়েতে বিধায়িকার হাত ধরে শুকর ছানা বিতরণ

হরিশনগর পঞ্চায়েতে বিধায়িকার হাত ধরে শুকর ছানা বিতরণ

by admin

প্রতিনিধি কমলাসাগর :-

কমলাসাগর বিধানসভার অন্তর্গত হরিশনগর গ্রাম পঞ্চায়েতের হল ঘরে বায়ু ভিলেজ কর্মসূচি শুভ উদ্বোধন করেন কমলাসাগর বিধানসভার বিদায়িকা অন্তরা সরকার দেব সহ পঞ্চায়েতের সকল কার্যকর্তাগণ। উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে হরিশনগর গ্রাম-পঞ্চায়েতের ১৭ জন সুবিধাভোগীদের মধ্যে ২ টি করে শুকরের ছানা, ৫০ কেজি শুকরের খাবার ও ঔষধ বিতরণ করা হয়। বিধায়িকা আলোচনা করতে গিয়ে উল্লেখ করেন আগামীদিনে সরকার এর বিভিন্ন সুযোগ-সুবিধা গুলো সমাজের অন্তিম ব্যাক্তি পর্যন্ত পৌঁছে দিতে বদ্ধপরিকর। তাছাড়া বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গরিব অংশের শ্রমজীবী মানুষদের মধ্যে বিভিন্ন সুযোগ-সুবিধা পৌঁছে দিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন কমলাসাগর বিধানসভার বিধায়িকা। প্রতিদিন বিভিন্ন পঞ্চায়েতের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে রাজ্যের উন্নয়নমূলক কাজগুলির জনসাধারণের মধ্যে পৌঁছে দেওয়ার আপনার চেষ্টা করে যাচ্ছেন।

You may also like

Leave a Comment