প্রতিনিধি, তেলিয়ামুড়া
১২ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্ম দিবস। তেলিয়ামুড়া বিবেকানন্দ দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মহাসারম্বরে এই মহান পুরুষের জন্ম দিবস পালন করে থাকে। অন্যান্য বছরের ন্যায় এ বছরও স্বামী বিবেকানন্দের জন্ম দিবস পালন করল বিদ্যালয়ে স্বামীজীর পূজা পাঠের মধ্য দিয়ে। শুক্রবার বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যানী সাহা রায়, তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌর পিতা রূপক সরকার, সহকারি পুরপিতা মধুসূদন রায়, সহ অন্যান্যরা । এই মহতী অনুষ্ঠানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিত কুমার দাস সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা। এই বছর সপ্তাহ ব্যপি নানাবিধ অনুষ্ঠানের মধ্যদিয়ে সম্পন্ন করা হবে এই অনুষ্ঠান। এরই অংগ হিসেবে শুক্রবার এক শোভাযাত্রা আয়োজন করা হয়। স্কুল প্রাংগন থেকে শুরু হয়ে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় বিদ্যালয়ে গিয়ে শেষ হয় এই শোভাযাত্রায়। এই শোভাযাত্রা সুচনা করেন মূখ্য সচেতক কল্যানী সাহা রায়। উপস্থিত ছিলেন বিদ্যালয় প্রধান সহ অন্যান্যরা। আগামী ১৯ শে জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিবেকানন্দের জীবনাদর্শ নিয়ে আলোচনা সভার মাধ্যমে এর সমাপন হবে বলে জানান বিদ্যালয় প্রধান শিক্ষক সঞ্জীত কুমার দাস। এদিকে আজ যুব দিবস উপলক্ষে তেলিয়ামুড়া নেতাজি নগর স্থিত অশ্বিনী ঘোষ কমিউনিটি হলে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে নেহেরু যুব কেন্দ্র ব্যবস্থাপনায় যুব দিবস পালিত হয়। গুরুত্ব নিয়ে এখানে আলোচনা করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা, তেলিয়ামুরা পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, পুরো কাউন্সিলর শংকর ঘোষ, সমাজ সেবক গোপাল ব্রহ্ম, প্রজেশ চক্রবর্তী, তেলিয়ামুড়া মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক পার্থসারথি রায় সহ অন্যান্যরা।