Home » বিকাশিত ভারত সংকল্প যাত্রায় ব্যাপক সাড়া ফুলকুমারী

বিকাশিত ভারত সংকল্প যাত্রায় ব্যাপক সাড়া ফুলকুমারী

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

মাতাবাড়ি বিধানসভা নয় নং শক্তি কেন্দ্রের অন্তর্গত ফুলকুমারী গ্রাম পঞ্চায়েতে বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন কর্মসূচি পালন করা হয় । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , গোমতী জেলার জিলা সভাধিপতি দেবল দেবরায়, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন সেন , মন্ডল সভাপতি মিন্টু চক্রবর্তী ও মাতাবাড়ি পঞ্চায়েতের প্রধান ঝুলন দাস সহ প্রমূখ। এদিনের অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে জিলা সভাধিপতি বলেন , উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির ঐতিহাসিক এক উন্নয়ন হয়েছে বর্তমান এনডিএ সরকারের আমলে । দেশের প্রধানমন্ত্রী গোটা উত্তর পূর্বাঞ্চলে এক অভূতপূর্ব উন্নয়ন এনে দিয়েছে সাথে এই ত্রিপুরায় বিভিন্ন প্রকার উন্নয়নের সফল পেতে শুরু করেছে রাজ্যবাসী। তিনি বলেন উত্তর-পূর্ব রাজ্যগুলিতে জঙ্গি ঘটনা ৭৬ শতাংশ হ্রাস পেয়েছে । সেই সাথে আসামের দীর্ঘতম বগিবিল সেতু নির্মাণ এবং সুবন সিরি লোয়ারে ২.০০০ মেগা ওয়ার্ড জলবিদ্যুৎ প্রকল্প , আসাম শান্তি চুক্তি এবং বোড়ো,নাগা, কারভি শান্তি চুক্তি উত্তর-পূর্বে শান্তি প্রতিষ্ঠা করেছে । এছাড়া ২০১৪ সাল থেকে বর্তমানে পরিবহন এবং হাইওয়ে বাজেটে ৫০০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে । একই সাথে জাতীয় মহাসড়ক নির্মাণের গতিপ্রতিদিন ১২ কিমি থেকে ২০৮ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতিদিন ৩৭ কিমি হয়েছে । এছাড়া আরো নানা সরকারি প্রকল্প গ্রামীণ এলাকায় পঞ্চায়েতের মাধ্যমে দেওয়া হয়েছে বলে জানান জিলা সভাধিপতি।‌ এই দিনের বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসনকে কেন্দ্র করে ফুলকুমারী গ্রাম পঞ্চায়েতে গ্রামীণ এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল সারা জাগানো ।

You may also like

Leave a Comment