
প্রতিনিধি কমলাসাগর :-
জেলা যুব মোর্চা সভাপতির নির্দেশক্রমে বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় সিপাহীজলা জেলা উত্তরাংশ যুব মোর্চার উদ্যোগে গকুলনগর রাস্তমাথাস্থিত রবীন্দ্রনাথ কলেজে বিশালগড় মন্ডল যুব মোর্চা ও কমলাসাগর মন্ডল যুব মোর্চার সহায়তায় নরেন্দ্র মোদি অ্যাপস ক্যাম্পাস করা হয় উপস্থিতি ছিলেন জেলা যুব মোর্চা সাধারণ সম্পাদক বিকাশ সাহা উপস্থিত ছিলেন জেলা যুব মোর্চা সদস্য জয় গোস্বামী সহ বিশালগড় ও কমলাসাগর সকল সদস্য। আলোচনা করতে গিয়ে জেলা সম্পাদক তুলে ধরেন এই অ্যাপস এর মাধ্যমে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর জনকল্যা মুখী কার্যক্রমের সবকিছু দেখতে পারবেন সাধারণ মানুষ। কিভাবে এই অ্যাপস ডাউনলোড করবে বা কিভাবে এর সাহায্যে প্রধানমন্ত্রীর সকল কার্যক্রম এবং ভারতবর্ষের যত জনকল্যাণমুখী যোজনা রয়েছে তা সবকিছু এই অ্যাপসের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তাই কলেজের সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে এই অ্যাপস ডাউনলোড করে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সকল জনকল্যাণমুখী কার্যক্রম দেখার অনুরোধ জানান।