ধর্মনগর প্রতিনিধি।
খেলো ধর্মনগর প্রতিযোগিতার ক্রিকেটের আসর ও জমে উঠেছে। রবিবার ছিল দুটি ম্যাচ। প্রথম ম্যাচে নির্ধারিত বিষ ওভারের খেলায় পদ্মপুরের রাইজিং সান তাদের সব কটি উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে বয়েজ ক্লাব ১৩৭ রানে সবাই আউট হয়ে যায়। রাইজিং সান ৬০ রানে জয় লাভ করে। অপর খেলাকে নিয়ে ছিল দর্শকদের মধ্যে উত্তেজনা। টসে জয়ী হয়ে আমরা সবাই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ধর্মনগর প্রেসক্লাবের দুর্ধর্ষ বোলিং এর সামনে আমরা সবাই ক্লাবে ব্যাটসম্যানরা উনিশ দশমিক দুই ওভারে মাত্র ১২৩ রানে সবাই আউট হয়ে যায়। প্রেসক্লাবের পক্ষে অধিনায়ক সুকল্যাণ দাস ৩৪ রানে তিনটি উইকেট দখল করে। জবাবে ব্যাট করতে নেমে বার ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১২৪ রান তুলে জয়ী হয়। দলের পক্ষে অভিজিৎ চিনু ৫২ রান করে। উল্লেখ্য ধর্মনগর প্রেসক্লাব সবগুলি ম্যাচে এখন পর্যন্ত জয়লাভ করেছে।
খেলো ধর্মনগর প্রতিযোগিতায় ধর্মনগর প্রেসক্লাব ৫ উইকেট পরাজিত করে আমরা সবাই ক্লাবকে।
141
previous post