প্রতিনিধি, বিশালগড় , ২৪ ডিসেম্বর।। প্রতি বছরের ন্যায় এবারও বিশালগড় আনন্দ মার্গ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । রবিবার সকালে স্থানীয় কড়ইমুড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এই ক্রীড়া প্রতিযোগিতা । বিদ্যালয়ের চেয়ারম্যান ননীগোপাল দেবনাথ আনন্দমূর্তিজীর প্রতিকৃতিতে মাল্যদান করেন। প্রদীপ প্রজ্জ্বলের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিশালগড় ব্লক ভিত্তিক বিদ্যালয় ক্রীড়া পর্ষদের সচিব মো.আলমগীর হোসেন । এছাড়া বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা ফুটবল টিমের প্রাক্তন দুই অধিনায়ক ডঃ রাজীব ঘোষ , লিটন মজুমদার , হিন্দুস্থান সমাচারের ডেপুটি এডিটর সুভাষ দাস , প্রিন্সিপাল প্রাণগোপাল গোস্বামী প্রমুখ । অতিথিরা তাদের বক্তব্য প্রদান কালে ক্রীড়া অনুষ্ঠানকে কেন্দ্র করে বেসরকারি বিদ্যালয়ের এই ধরনের জমজমাট আয়োজনের ভূয়সী প্রশংসা করেন । নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা মোট ষাটটি ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে । ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত পিটি ও পিরামিড প্রদর্শন উপস্থিত সকলের নজর কাড়ে । অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের শারীর শিক্ষক সুমিত বর্ধন । শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। স্কুলের ছাত্র ছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত নৃত্য পরিবেশন করেন।
196
previous post