
প্রতিনিধি, উদয়পুর :-
দ্বিতীয় দফায় বিকাশ মেলা অনুষ্ঠিত হয়েছে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পিত্রা স্কুল মাঠে । উদ্বোধন করেন বিধায়ক রামপদ জমাতিয়া। এছাড়া ছিলেন স্থানীয় পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ ব্লকের বিডিও এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব । এদিনের বিকাশ মেলায় ভাষণ রাখতে গিয়ে রামপদ জমাতিয়া বলেন , কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গরিব কল্যাণকারী ফ্ল্যাগশিপ স্কিম গুলি সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিকশিত ভারত সংকল্প যাত্রা দেশ জুড়ে চালু করা হয়েছে । যাতে এই প্রকল্পগুলির সুবিধা গুলি নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়া যায়। এই দিন বিভিন্ন বেনি ফিসারি ও কৃষকদের হাতে সরকারি সুযোগ-সুবিধা তুলে দেওয়া হয় । একই সাথে বিধায়ক রামপদ জমাতিয়া বিকাশ মেলায় আসা স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে পরিদর্শন শেষে নিজের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। যা দেখে সাধারণ গ্রামবাসীদের মধ্যে এক উৎসাহ ছিল চোখে পড়ার মতো । বিগত দিনে কোন নেতৃত্বকে এইভাবে বাগমা বিধানসভা কেন্দ্রে জনসাধারণের মধ্যে মিশে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে দেখেনি গ্রামবাসীরা। এদিন বিকাশ মেলাকে কেন্দ্র করে জাতী উপজাতি সাধারণ গ্রামবাসীদের উপস্থিতি ছিল সারা জাগানো ।