![](https://tv100bangla.com/wp-content/uploads/2023/12/WhatsApp-Image-2023-12-12-at-5.34.03-PM-1024x768.jpeg)
প্রতিনিধি, উদয়পুর :-
শীতের মরশুমে হঠাৎ করে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিপাত হয়েছে গোটা রাজ্যজুড়ে । এর ফলে শীতের মৌরসুমে উৎপাদিত বিভিন্ন শীতকালীন সবজি ক্ষতিগ্রস্ত হয়। উদয়পুর শহর লাগুয়া ছনবন এলাকায় কৃষিজ ফসল বাঁধাকপি থেকে শুরু করে ফুলকপি ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এর ফলে কৃষকদের মাথায় হাত। কৃষকদের এই ক্ষতির কথা জানতে পেরে ক্ষতিগ্রস্ত কৃষি জমি পরিদর্শন করেন রাধাকিশোরপুর মন্ডল সভাপতি প্রবীর দাস । কথা বলেন ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে । পরে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি জানান , ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে যেন কৃষি দপ্তর হাত বাড়িয়ে দেয় এই বিষয়ে তিনি কথা বলবেন কৃষি আধিকারিকদের সাথে। তিনি বলেন বর্তমান রাজ্য সরকার কৃষকদের প্রতি সর্বদা আন্তরিক। এই বর্ষণে যে সকল কৃষকদের ক্ষতির সম্মুখীন হতে হয়েছে সে সকল কৃষকরা যাতে খুব তাড়াতাড়ি সরকারি সাহায্য পেতে পারে তার জন্য রাধা কিশোরর মন্ডল থেকে গোটা বিষয়ে কথা বলা হবে কৃষি দপ্তরের সাথে। যেভাবে বিজেপির মন্ডল সভাপতি ছনবন এলাকা পরিদর্শন করেছেন ,কথা বলেছেন কৃষকদের সাথে তাতে কিছুটা স্বস্তির নিঃশ্বাস এবং আশার আলো দেখতে পেয়েছে কৃষক মহল ।