Home » কমলাসাগরে বিকশিত ভারত সংকল্প যাত্রায় ব্যাপক সাড়া

কমলাসাগরে বিকশিত ভারত সংকল্প যাত্রায় ব্যাপক সাড়া

by admin

প্রতিনিধি, বিশালগড়, ১০ ডিসেম্বর।। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের জনকল্যাণমুখী প্রকল্পের সুবিধা সমাজের সকল স্তরের মানুষের হাতের কাছে পৌঁছে দিতে বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন কার্যক্রম চলছে রাজ্য জুড়ে। রবিবার বিশালগড় ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতে বিকশিত ভারত সংকল্প যাত্রা অনুষ্ঠিত হয়। এতে মোট ৫০৩ জন নাগরিক উপস্থিত থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করেছেন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক , দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান সহ অন্যান্য সদস্য সদস্যগণ এছাড়া উপস্থিত ছিলেন বিশালগড় ব্লকের অতিরিক্ত সমষ্টি উন্নয়ন আধিকারিক নান্টু দেব । অনুষ্ঠানে গ্রামের শিল্পীরা সংগীত নৃত্য পরিবেশন করেন। বিভিন্ন দপ্তরের মাধ্যমে প্রকল্পের সুযোগ-সুবিধা প্রদানের ব্যবস্থা করা হয়। এতে ১০৩ জনের স্বাস্থ্য পরীক্ষা করে ঔষধ বিতরণ করা হয়। ১৫০ জন আধার কার্ড সংশোধনের আবেদন করেন। জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতবর্ষের প্রতিটি নাগরিকের জন্য কাজ করছে। এমন কোন পরিবার নেই যে গত নয় বছরে কোন সরকারি প্রকল্পের সুবিধা পায়নি। সরকারি প্রকল্পের সুবিধা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন কার্যক্রম চলছে।

You may also like

Leave a Comment