Home » জীবনানন্দ পরিবার বৃদ্ধাশ্রমের শিলার নাশ করলেন প্রতিমা ভৌমিক

জীবনানন্দ পরিবার বৃদ্ধাশ্রমের শিলার নাশ করলেন প্রতিমা ভৌমিক

by admin

প্রতিনিধি মোহনপুর:-কাঠিয়া বাবা ছেলেটিবল সোসাইটি পরিচালিত জীবনানন্দ পরিবার নামক বৃদ্ধাশ্রম এর শিলান্যাস হয় রবিবার। কেন্দ্র প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করলেন এই দিন। সমাজের প্রত্যেকটি মানুষের প্রতি আবেদন করলেন একজনও বাবা মা যাতে বৃদ্ধাশ্রমে যেতে না হয় সেই ধরনের ভূমিকা গ্রহণ করতে।
“গ্রামীন এলাকার চাইতে শহরের পরিবার থেকে বেশিরভাগ বাবা মায়েরা বৃদ্ধাশ্রমে যান। শহরের মানুষ দের শিক্ষিতের হার ও বেশি। তাহলে এই ধরনের শিক্ষার কি মানে।” সমাজের এই অবক্ষয়ের বিষয়ে জীবনানন্দ পরিবার বৃদ্ধাশ্রমের শিলান্যাসে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিন প্রতিমা ভৌমিক বলেন দেশের নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত শারীরিক প্রতিবন্ধীদের বাজেভাবে সম্বোধন করা হতো। ২০১৪ সালের নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে শারীরিক প্রতিবন্ধীদের দিব্যাঙ্গ বলে সম্বোধন করা হয়। এই সম্বোধন থেকেই বোঝা যায় সমাজের দুর্বল এবং অবহেলিত শ্রেণীর প্রতি সরকারের কি ধরনের দৃষ্টিভঙ্গি রয়েছে। এদিন মন্ত্রী ঘোষণা করেন উনার দপ্তর থেকে যে ধরনের সাহায্য সহযোগিতা করা প্রয়োজন নিয়ম মেনে তিনি অবশ্যই করবেন। এছাড়াও জীবনানন্দ পরিবার গড়ে তুলতে প্রাথমিক পর্যায়ে তিনি উনার এমপি তহবিল থেকে দশ লক্ষ টাকা সহযোগিতা করারও ঘোষণা দিয়েছেন। এদিন শিলান্যাসের পাশাপাশি বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্জী, সিমনা এলাকার বিশিষ্ট নাগরিক মদন সাহা, বিনোদ দেববর্মা এবং অন্যান্যরা

You may also like

Leave a Comment