Home » বিশ্ব বাংলা সংস্কৃতি বলয়ের দ্বিতীয় অধিবেশন ধর্মনগরে সমাপ্ত।

বিশ্ব বাংলা সংস্কৃতি বলয়ের দ্বিতীয় অধিবেশন ধর্মনগরে সমাপ্ত।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
বিশ্ব বাংলা সংস্কৃতি বলয়ের দ্বিতীয় অধিবেশন সাড়া জাগিয়ে সমাপ্ত হলো ধর্মনগরে। দিনে ধর্মনগর পুরো পরিষদের কনফারেন্স হলে বিশ্ব বাংলা সাহিত্য বলয়ের দ্বিতীয় অধিবেশন বসে। উপস্থিত ছিলেন ধর্মগরের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, বাংলা সংস্কৃতি বলায়ের সভাপতি সেবক ভট্টাচার্য, পুরো পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, সমাজসেবী শ্যামল নাথ, জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, বাংলাদেশ থেকে আগত তিন জন প্রতিনিধি কোলকাতা থেকে আগত প্রতিনিধি এবং আগরতলা থেকে আগত প্রতিনিধিদের উপস্থিতিতে দিনের অধিবেশন সম্পন্ন হয়। এই দ্বিতীয় অধিবেশনের অভয়ক বাংলা সংস্কৃতি বলয়ের সম্পাদক স্বরূপ ঘোষ এবং ধর্মনগরের সাংস্কৃতি ব্যক্তিত্ব সমর চক্রবর্তী। সম্পূর্ণ অনুষ্ঠানটি ধর্মনগর বাংলা সংস্কৃতি বলয় এর উদ্যোগে এবং ধর্মনগর পুরো পরিষদের সহযোগিতায় সম্পন্ন হয়। বিকাল সাড়ে তিনটা থেকে ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে ধামাইল উৎসবের সূচনা হয়। সূচনা করেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উদ্বোধনের পর তিনি বাংলা ভাষাকে নির্ভর করে দেশে-বিদেশে মানুষের মধ্যে যে সৌভাতৃত্ব গড়ে উঠেছে তা নিয়ে আলোচনা করেন। তাছাড়া বাংলা ভাষার ইতিহাস নিয়ে এবং বাঙ্গালীদের ঐতিহ্যবাহী ইতিহাস নিয়ে আলোচনায় যোগদান করেন। ধর্মনগরে তিনটি উৎসব নেতাজি জন্ম জয়ন্তী, বসন্ত উৎসব এবং মহালয়ার উৎসব স্থানীয় শিল্পীদের নিয়ে যেভাবে পালিত হয় তার উল্লেখ করেন। বাংলা সংস্কৃতিকে কি করে আরো সমৃদ্ধ করা যায় তা নিয়ে সকলের সাথে মতবিনিময় করেন। বাংলা সাহিত্যের সভাপতি সেবক ভট্টাচার্য ধর্মনগরে এই ধরনের একটা অধিবেশনের আয়োজন করার জন্য ধর্মনগরবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করে। যেভাবে পুরো পরিষদ সহ অধ্যক্ষ এবং বিভিন্ন স্তরের ধর্মনগর বাসীরা এই অধিবেশন কে সার্থক করতে এগিয়ে এসেছে এবং সফলতার রূপ দিয়েছে তার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ধামাইলের মধ্যে দিয়ে উপস্থিত অতিথিদের এবং ধর্মনগরবাসীর মন জয় করেন শিল্পীরা। তাদের নিরলস পরিশ্রমের শৈল্পিক নিদর্শনে ধর্মনগরবাসী নিজেদেরকে সমৃদ্ধ করে তুলে থেকে আসা অতিথিদের সামনে। অতিথি পরায়ণ ধর্মনগরের মানুষের অতীতেওতায় প্রত্যেকে সন্তুষ্টি প্রকাশ করেন।

You may also like

Leave a Comment