Home » বিশ্রামগঞ্জে বিশ্ব দিব্যাঙ্গ দিবস উদযাপন

বিশ্রামগঞ্জে বিশ্ব দিব্যাঙ্গ দিবস উদযাপন

by admin

প্রতিনিধি, বিশালগড়, – 9 ডিসেম্বর।। সিপাহীজলা জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে বিশ্ব দিব্যাঙ্গ দিবস উদযাপন করা হয়। শুক্রবার বিশ্রামগঞ্জ শচীন দেব বর্মন কলা কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবদল বণিক, সহকারি সভাধিপতি পিন্টু আইচ, বিশিষ্ট সমাজসেবক গৌরাঙ্গ ভৌমিক, জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক, জেলার সমাজ কল্যাণ দপ্তর আধিকারিক উত্তম কুমার দাস প্রমূখ। অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী সহ জেলার দিব্যাঙ্গজনেরা উপস্থিত ছিলেন। ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক বলেন ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিজী দায়িত্ব নেওয়ার পর থেকে দিব্যাঙ্গজনেরা পেয়েছেন অধিকার এবং সম্মান। এক সময় প্রতিবন্ধী, বিকলাঙ্গ ইত্যাদি বলা হত। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের দিব্যাঙ্গ সম্বোধন করে সম্মান জানিয়েছেন। দিব্যংগ জনের মধ্যেও প্রতিভা রয়েছে। প্রতিভা গুলিকে বিকশিত করার মাধ্যমে তাদের উন্নয়ন এবং সরকারি সহযোগিতা করা হচ্ছে। আমাদের প্রতিটি নাগরিকদের কর্তব্য দিব্যাঙ্গজনদের পাশে দাঁড়িয়ে তাদের সুপ্ত প্রতিভা বিকশিত করার ক্ষেত্রে সহযোগিতা করা। জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বলেন বর্তমান সরকার প্রতিটি দিব্যাঙ্গ ভাই-বোনদের আর্থসামাজিক কল্যাণের লক্ষ্যে কাজ করছে। সরকার প্রতিটি নাগরিকের কল্যাণ চায়। দিবাঙ্গ ভাই -বোনেরাও আমাদের সমাজের অংশ।

You may also like

Leave a Comment