প্রতিনিধি, বিশালগড়,।। সিপাহীজলা প্লে সেন্টার আয়োজিত নরেশ চন্দ্র দাস স্মৃতি অনুর্দ্ধ ১৩ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়নের শিরোপা দখল করে উদয়পুর ক্রিকেট এসোসিয়েশন। ব্যাটে বলে দাপট দেখিয়ে প্রতিপক্ষ প্রগতি প্লে সেন্টারকে ১২৯ রানে হারিয়ে দেয় উদয়পুর। শনিবার সিপাহীজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয় মাঠে আয়োজিত ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় উদয়পুর। শ্রীমন দেবনাথ এবং শাহিন হোসেনের অনবদ্য ব্যাটিং এর সুবাদে নির্ধারিত ৩৫ ওভারে ৬ ইউকেট হারিয়ে স্কোর গিয়ে দাঁড়ায় ২০৪। প্রগতির আন্স ভটনাগর, রাহুল মিয়া, দীপজয় দেবনাথ ২ টি করে উইকেট পায়৷ জবাবে খেলতে নেমে ২৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৭৫ রান করে প্রগতি। দলের পক্ষে দীপজয় দেবনাথ ২১ আন্স ভটনাগর এবং দেবপ্রিয়া দে ১৫ রান করে। উদয়পুরের সোমদেব শীল, মরজি হোসেন দুটি করে উইকেট পায়। ম্যান অব দি ম্যাচ এবং টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে উদয়পুরের অধিনায়ক শ্রীমন দেবনাথ। সেরা বোলার নির্বাচিত হয়েছেন প্রগতির আন্স ভটনাগর। বিজয়ী এবং রানার্স দলের হাতে ট্রফি এবং প্রাইজমানি তুলে দেয় অতিথিরা। ফাইনাল ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ছন্দা দেববর্মা, সমাজ সেবক গৌরাঙ্গ ভৌমিক, অমল দেবনাথ, রামকৃষ্ণ দেবনাথ, সচীন্দ্র দত্ত , রবীন্দ্র দত্ত, বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ, পুলিশ আধিকারিক মনোরঞ্জন নমশূদ্র। ধারাভাষ্যে ছিলেন সুকান্ত ঘোষ, দুলাল শীল। টুর্নামেন্ট সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন সিপাহীজলা প্লে সেন্টারের সচিব সৈকত লস্কর। ফাইনাল ম্যাচ উপভোগ করতে প্রচুর সংখ্যক ক্রীড়াপ্রেমী নাগরিক উপস্থিত ছিলেন।
126