Home » মোহনপুরে স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয় নবীন বিদ্যার্থী বরণ অনুষ্ঠিত হয়

মোহনপুরে স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয় নবীন বিদ্যার্থী বরণ অনুষ্ঠিত হয়

by admin

প্রতিনিধি মোহনপুর:-মোহনপুরের স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে নবীন বিদ্যার্থীবরণ ২০২৩ অনুষ্ঠিত হয় সোমবার। প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিক সূচনা করলেন মন্ত্রী রতন লাল নাথ। মন্ত্রী শিক্ষার্থীদের প্রতি আহ্বান করেন ভালো পড়াশোনার পাশাপাশি একজন সুনাগরিক হিসেবে নিজেকে তৈরি করতে।
মোহনপুর স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয় ২০১২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে সুনাম অর্জন করে চলেছে। ইতি মধ্যেই রাজ্যের শিক্ষা ব্যবস্থায় স্কিল ডেভেলপমেন্ট যুক্ত হওয়ার পর একমাত্র স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থী এই সার্টিফিকেট পেয়েছে বলে জানান মন্ত্রী রতন লাল নাথ। এই সাফল্যকে কেন্দ্র করে শিক্ষার্থী এবং অধ্যাপক অধ্যাপিকাদের অভিনন্দন জানিয়েছেন মন্ত্রী। উদ্বোধকের ভাষণে মন্ত্রী রতন লাল নাথ বলেন শুধুমাত্র সার্টিফিকেটধারী শিক্ষিত হলেই চলবে না। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষিত হতে হবে। যে শিক্ষা সমাজের অন্তিম শ্রেণীর মানুষের কাজেও আসবে। তিনি আরো বলেন একবিংশ শতাব্দীতে নিজেকে খাপ খাইয়ে নিতে একমাত্র শিক্ষার মাধ্যমেই নিজেকে তৈরি করতে হবে। যার মাধ্যমে গোটা পৃথিবীর সমস্ত মাধ্যমের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া সম্ভব হবে। তিনি আরো বলেন শিক্ষা হতে হবে সংবেদনশীল, মানবিক এবং রাষ্ট্রীয় চেতনায় উদ্বুদ্ধ। সমস্ত শিক্ষার্থীদের প্রতি মন্ত্রী আহবান করেন এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিজেকে শুধু শিক্ষিত না বানিয়ে একজন সুনাগরিক হিসেবে তৈরি করতে। যে শিক্ষিত ও সুনাগরিক রাজ্য, রাষ্ট্র এবং মানুষের কাজে আসবে। অনুষ্ঠান মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন রিনা দেববর্মা উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা।

You may also like

Leave a Comment