Home » উন্নয়নের কাজ খতিয়ে দেখলেন মন্ডল সভাপতি প্রবীর

উন্নয়নের কাজ খতিয়ে দেখলেন মন্ডল সভাপতি প্রবীর

by admin

প্রতিনিধি , উদয়পুর :-

২০১৪ সালে এনডিএ জোট সরকার বিপুল ক্ষমতায় নিয়ে কংগ্রেস কে হারিয়ে ক্ষমতার মসনদে বসে ভারতীয় জনতা পার্টি ‌ । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শপথ গ্রহণ করে গোটা দেশকে উন্নত থেকে আরও উন্নততর করার জন্য কাজ করে চলেছেন । একই সাথে উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট রাজ্য ত্রিপুরা বিগত ২৫ বছরে গ্রামীণ সড়ক এলাকাগুলি অনেকটাই পিছিয়ে ছিল। যার ফলে দুর্বল হয়ে পড়েছিলো ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থা। ২০১৮ সালে ত্রিপুরায় বামেদের ২৫ বছরের শাসনকে ক্ষমতাচ্যুত করে সরকারে আসে বিজেপি আইপিএফটি জোট সরকার ‌। ৩১ রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রণজিৎ সিংহ রায় ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে চার হাজার ৮০০ ভোটে জয়লাভ করে । প্রথম বারে ভারতীয় জনতা পার্টি থেকে এই ধরনের অভূতপূর্ব জয়ের পর রাজ্যে তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সময়কালে কৃষি ,পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী হয়ে গোটা রাজ্যের সাথে নিজ বিধানসভা কেন্দ্রীয় উন্নয়নের কাজকর্ম তিনি শুরু করেন । গত পাঁচ বছরে কোটি কোটি টাকার উন্নয়নের কাজ তিনি নিজ বিধানসভায় জনস্বার্থে করে গিয়েছেন । পরে ২০২৩ সালে দ্বিতীয়বারের জন্য আইপি এফটি – বিজেপি জোট সরকার পুনরায় ক্ষমতায় আসে ত্রিপুরায় । দ্বিতীয়বারের জন্য আবারো ৭ হাজার ৪১৪ ভোটে জয় লাভ করেন প্রণজিৎ সিংহ রায়। বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার মন্ত্রিসভায় তিনি অর্থমন্ত্রীসহ আরো দুইটি দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন । কিন্তু এত বড় দপ্তরের দায়িত্ব পাওয়ার পরেও উন্নয়নের কাজ থেমে থাকেনি রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রে । নিজ বিধানসভা কেন্দ্রের খিলপাড়া ফকির বাড়ি রাস্তা পাঁচ কোটি টাকা ব্যায় নির্মাণ করা হচ্ছে । বর্তমানে চলছে রাস্তা তৈরীর কাজ । উন্নয়নের কাজ খতিয়ে দেখতে সোমবার এলাকা পরিদর্শনে যান ৩১ রাধাকিশোরপুর মন্ডলের মন্ডল সভাপতি প্রবীর দাস। কথা বলেন এলাকাবাসীদের সাথে । সেই সাথে তিনি গ্রামবাসীদের সাথে কথা বলতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন , বিকশিত ভারতের প্রথম শর্ত হলো শিক্ষা , স্বাস্থ্য আর যোগাযোগ ব্যবস্থা । আর সেই জন্যই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ী সড়ক যোজনা চালু করেছিলেন গ্রামকে শহরের সাথে যুক্ত করার জন্য । আর এই ধারাকে নিরবিচ্ছিন্নভাবে বজায় রেখে বর্তমান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বিশেষ তিনটি জিনিসকে দৃঢ়তার সাথে সুচারুরূপে এগিয়ে নিয়ে চলেছেন । ভারত আজ বিকশিত ভারতে পরিণত হতে চলেছে । এর ফলে উন্নয়নের কর্মযজ্ঞ বয়ে চলেছে রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রে । নতুনভাবে সড়ক পথ নির্মাণ হওয়ার ফলে খিলপাড়া পঞ্চায়েত ও জামজুরি পঞ্চায়েতের মাঝে যে রাস্তা তৈরি হচ্ছে তাতে করে এক নতুন সেতুর বন্ধন গ্রামবাসীদের মধ্যে গড়ে ওঠার ফলে খুবই খুশি গ্রামীন এলাকার পুরুষ ও মহিলারা । অপরদিকে যেভাবে মন্ডল সভাপতি প্রবীর দাস কাজকর্ম খতিয়ে দেখার জন্য প্রতিনিয়ত ছুটে বেড়াচ্ছে আর কে পুর মন্ডলে বিভিন্ন এলাকা গুলিতে। তাতে করে দলীয়ভাবে সংগঠন অনেকটাই শক্তিশালী হয়ে উঠছে বলে মনে করছে উদয়পুরের রাজনৈতিক মহল ।

You may also like

Leave a Comment