প্রতিনিধি কৈলাসহর:-কৈলাশহরের বনেদি ক্লাবগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ঐকতান ক্লাব। আজ থেকে ৪২ বছর আগে ঐকতান ক্লাবের যে যাত্রাপথ সূচিত হয়েছিল এ বছর শ্যামা বন্দনার ৪৩ বর্ষে পা দিয়েছে। ক্লাব সদস্যদের মেম্বারশিপের উপর নির্ভর করেই এবছর ঐকতান ক্লাব চার লক্ষ টাকার বাজেটের পুজো করছে।নবদ্বীপের চৈতন্য ডেকোরেটরস কর্তৃক মাতৃমণ্ডপ নির্মাণ করা হয়েছে এবং আলোকসজ্জায় নবদ্বীপের প্রতিষ্ঠিত শিল্পীরাই।ঐকতান ক্লাবের এ বছরের থিম হচ্ছে স্বপ্নের উড়ান।শনিবার সন্ধ্যায় ঐকতান ক্লাবের সুদৃশ্য এই মাতৃ মন্ডপ ফিতে কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলকাতা থেকে আগত নিউজ এইট্টিন টিভি চ্যানেলের অ্যাসোসিয়েট এডিটর কমলিকা সেনগুপ্ত এবং গুগোল নিউজের ইনিশিয়েটর জয়দীপ দাশ গুপ্ত।ক্লাব সদস্যদের থেকে জানা যায়,মূলত পরিবেশের ভারসাম্য রক্ষায় সামাজিকভাবে আমাদের যা কিছু করণীয় রয়েছে সেই ভাবনাই প্রস্ফুটিত হয়েছে শিল্পীর ছোঁয়ায়।এবছর পূজোর সম্পাদকের দায়িত্বে রয়েছেন পার্থ দে এবং কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন পার্থ রায়।
183