Home » রাজর্ষি সংস্কারে দাবি তুললো বাংলাদেশের পর্যটক

রাজর্ষি সংস্কারে দাবি তুললো বাংলাদেশের পর্যটক

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

উদয়পুর রাজনগর ভুবনেশ্বরী মহারাজা গোবিন্দ মানিক্য ১৬৬০ থেকে ১৬৭৬ সালের মধ্যে ভুবনেশ্বরী মন্দিরটির নির্মাণ করেন । রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত রাজর্ষি উপন্যাস আর বিসর্জন নাটকে এই মন্দিরের প্রেক্ষাপট চিত্রায়িত হয়েছে । বর্তমানে মন্দিরটি এখন ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে । কিন্তু বর্তমানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে পর্যটকদের জন্য বানানো বসার ঘরগুলি । ভেঙে পড়ছে ছাদের প্লাস্টার থেকে শুরু করে লোহার তৈরি দরজা । ২০১৫ সালের জুন মাসের ৩ তারিখ গোমতী জিলা পরিষদ থেকে ১ লক্ষ ৩৯ হাজার ৭৩০ টাকা ব্যায় করে নির্মাণ করা হয় পানীয় জলের ট্যাঙ্ক । কিন্তু বর্তমানে এই পানীয় জলের ট্যাংকে অকেজো অবস্থায় পড়ে রয়েছে । এর ফলে দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা পানীয় জল পর্যন্ত পান করতে পারছে না । এছাড়া এই রাজ বাড়ীতে যত্রতত্র ময়লা আবর্জনা থেকে শুরু করে জঙ্গলে পরিণত হয়ে রয়েছে । বাংলাদেশ থেকে আসা এক পর্যটক বলেন তিনি ত্রিপুরায় ঘুরতে এসে রাজর্ষি দেখে খুবই আপ্লুত হয়েছেন। কিন্তু আরো সুন্দরভাবে সাফাই ও রক্ষণাবেক্ষণ যদি করা হয় তাহলে তার উজ্জ্বলতা দেখতে খুবই সুন্দর হবে । প্রতিদিন বিভিন্ন রাজ্য থেকে ছাড়িয়ে দেশের বহু প্রান্ত থেকে পর্যটক আসেন রাজর্ষির এই ভুবনেশ্বরী মন্দির দেখার জন্য । এখন দেখার বিষয় ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ কি ভূমিকা গ্রহণ করে । সেদিকে তাকিয়ে রয়েছে পর্যটক মহল ।

You may also like

Leave a Comment