
ধর্মনগর প্রতিনিধি।
সোমবার এক জাকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে ধর্মনগরের বিবিআই কমপ্লেক্সে রাজ্যভিত্তিক বিদ্যালয় স্তরে ছাত্র-ছাত্রীদের নিয়ে বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন হলো। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, ধর্মনগর পুরো পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, ভাইস চেয়ারম্যান মঞ্জু নাথ। এছাড়া এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলা ক্রীড়া দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অমিত কুমার যাদব এবং এই অনুষ্ঠানের অবজারভার তথা এসিস্ট্যান্ট ডাইরেক্টর অমলেন্দু সিনহা। আটটি জেলা থেকে ১৭ বছরের অনূর্ধ্বে আটটি ছেলেদের এবং আটটি মেয়েদের বাস্কেটবল দল এই প্রতিযোগিতায় যোগদান করে। এদের মধ্যে থেকে যারা চ্যাম্পিয়নের শিরোপা লাভ করবে তারা জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করবে। উদ্বোধক বিশ্ববন্ধু সেন এই অনুষ্ঠানের উদ্বোধন করে ছেলেমেয়েদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি উৎসাহী হয়ে যোগদানের জন্য আহ্বান জানান। কারণ সুস্থ শরীর রাজ্যের তথা দেশের ভবিষ্যৎ। তিনি মোবাইল নিয়ে যেভাবে বিদ্যালয়ের ছেলেমেয়েরা ব্যস্ত থাকে তা কিছু উপকারিতা বাদ দিয়ে সার্বিক অপকারিতার কথা তুলে ধরে। অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে একদিকে যেমন ছেলেরা এবং মেয়েরা তাদের শারীরিক কোন ধরনের অনুশীলন হয় না পাশাপাশি তাদের শরীর অলসতায় বিভিন্ন রোগের আঁকড়া হয়ে দাঁড়ায়। তাই পড়াশুনার পাশাপাশি মনকে এবং দেহকে সুস্থ ও তরতাজা রাখতে খেলাধুলার প্রয়োজনীয়তা যে আবশ্যক তা তিনি বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন।