Home » সিপাহীজলায় একতার জন্য দৌড় অনুষ্ঠিত

সিপাহীজলায় একতার জন্য দৌড় অনুষ্ঠিত

by admin

প্রতিনিধি, বিশালগড় , ৩১ অক্টোবর ।। রাষ্ট্রীয় একতা দিবসে সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় রান ফর ইউনিটি। লৌহ পুরুষ সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিনকে রাষ্টীয় মর্যাদায় একতা দিবস হিসেবে পালন করা হয়। রাষ্ট্রীয় একতা দিবস উদযাপন উপলক্ষে সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে একতার জন্য দৌড় অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে সিপাহীজলা অভয়ারণ্যের মূল ফটকের সামনে থেকে দৌড় শুরু হয়। জেলার বিভিন্ন মহকুমা থেকে আগত খেলোয়ার, ত্রিপুরা পুলিশ, টি এস আর, বিএসএফের জওয়ানরা একতার জন্য দৌড়ে অংশ নেন। বিশালগড় মহকুমা শাসকের অফিস পর্যন্ত দৌড়ে প্রায় দেড়শো জন অংশগ্রহণ করেন। এই দৌড়ের শুভ সূচনা করেন সিপাহীজলা জেলার জেলা পুলিশ সুপার বি জে রেড্ডি। উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের অধিকর্তা ডঃ ভারতী নিগম। তিনি খেলোয়ারদের শপথ বাক্য পাঠ করান। দৌড় শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

You may also like

Leave a Comment