Home » কালীঘাট মন্দির সংস্কার সম্পূর্ণ হতে বাড়তি কয়েক মাস লাগবে, কারণ জানাল কমিটি

কালীঘাট মন্দির সংস্কার সম্পূর্ণ হতে বাড়তি কয়েক মাস লাগবে, কারণ জানাল কমিটি

by admin

কালীঘাট মন্দির সংস্কারের কাজে হাত লাগিয়েছিল রিলায়েন্স গোষ্ঠী। সময়সীমা বেঁধেই কাজ শুরু করেছিল তারা। কিন্তু এখন মন্দির কমিটি সূত্রে খবর, সময়সীমার মধ্যে এই সংস্কারের কাজ শেষ করা যাবে না। আরও কয়েক মাস লাগতে পারে এই কাজে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে কালীঘাট মন্দির সংস্কারের কাজে হাত দিয়েছিল রিলায়েন্স গোষ্ঠী। জুন মাসে শুরু হওয়া এই সংস্কারের কাজ শেষ হওয়ার কথা ছিল ডিসেম্বর মাসে। রিলায়েন্স গোষ্ঠী আশ্বাস দিয়েছিল, ডিসেম্বর মাসের শেষ সপ্তাহেই মন্দির সংস্কারের কাজ শেষ করে কমিটির হাতে তুলে দেওয়া হবে। কিন্তু তা শেষ করা সম্ভব হচ্ছে না বলেই মন্দির কমিটি সূত্রে খবর।

মন্দির কমিটির তরফে সহ-সভাপতি বিদ্যুৎ হালদার বলেন, ‘‘মন্দিরের বাইরের অংশের সংস্কারের কাজ দ্রুত করছে রিলায়েন্স গোষ্ঠী। তাদের কাজের গতিতে আমরা সন্তুষ্ট।’’ তিনি আরও বলেন, ‘‘কালীঘাটের মায়ের মূল মন্দির হচ্ছে হেরিটেজ হিসেবে ঘোষিত। তাই মূল মন্দিরের সংস্কার করতে গেলে হেরিটেজ কমিটির অনুমতি জরুরী ছিল। সম্প্রতি সেই অনুমতি পাওয়া গিয়েছে। এ বার মায়ের মূল মন্দিরের সংস্কারের কাজ শেষ করা হবে। তবে এ ক্ষেত্রে কিছুটা বাড়তি সময় লাগবে বলেই আমরা মনে করছি।’’ সংস্কারের কাজ দেখে খুশি মন্দির কমিটির কর্মকর্তারা।

You may also like

Leave a Comment