সাংসদদের মধ্যে সম্পর্কের গভীর বন্ধন নিয়ে আজ লোকসভায় দীর্ঘ বক্তৃতা দিলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বসার পরেই পরবর্তী বক্তা হিসাবে কংগ্রেসের লোকসভার নেতা অধীর চৌধুরীর নাম ঘোষণা হল। অধীর চৌধুরী, আগের অধিবেশনে কংগ্রেস কেন তাঁকে বলতে দেয়নি বলে বহুল কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নিজেই। আজ কিন্তু সেই অধীরের বক্তৃতা শোনার অপেক্ষা করলেন না তিনি। বিরোধী বেঞ্চের তরফে বক্তৃতা শোনার জন্য উচ্চকণ্ঠের অনুরোধ অগ্রাহ্য করেই চলে গেলেন।
তবে প্রধানমন্ত্রী না থাকলেও কংগ্রেস সংসদীয় নেত্রী সনিয়া গান্ধী নিজে পাশে বসে অধীরকে দিয়ে আক্রমণ শানালেন মোদী সরকারকে। অধীর বলতে শুরু করার পর প্রথমে দেখা যায় সনিয়াও উঠে যাচ্ছেন। বিরোধীরা পাল্টা চিৎকার জুড়লে সনিয়া হেসে বলেন, “আমি যাচ্ছি না, এখনই আসছি।” তাঁর ছেড়ে যাওয়া ব্যাগটি হাতে তুলে অধীরকেও বলতে শোনা যায়, “চিন্তা নেই, উনি আসছেন।” একটু পরেই ফিরে এসে আসনে বসেন সনিয়া। গোটা সময় ধরে অধীরকে উৎসাহ এবং নির্দেশ দিয়ে যান।