Home » অনন্তনাগ সংঘর্ষের মাথা লস্কর কমান্ডার উজেইর খান খতম, গোলাগুলি বন্ধ হলেও এখনও চলছে তল্লাশি

অনন্তনাগ সংঘর্ষের মাথা লস্কর কমান্ডার উজেইর খান খতম, গোলাগুলি বন্ধ হলেও এখনও চলছে তল্লাশি

by admin

সাত দিনের মাথায় শেষ হল জম্মু-কাশ্মীরের অনন্তনাগের সংঘর্ষ। সেনা জানিয়েছে, এই সংঘর্ষের মূল মাথা তথা লস্কর জঙ্গি উজেইর খান নিহত হয়েছে। আর এক জঙ্গির দেহ জঙ্গলে পড়ে থাকতে দেখা গিয়েছে। যদিও তার দেহ এখনও উদ্ধার করা হয়নি বলে মঙ্গলবার জানিয়েছেন কাশ্মীর পুলিশের অতিরিক্ত ডিজি বিজয় কুমার। তবে তল্লাশি অভিযান এখনই বন্ধ করা হচ্ছে না বলেও জানিয়েছেন এডিজি।

তিনি বলেন, “লস্কর কমান্ডার উজেইরকে খতম করা হয়েছে। তার দেহ এবং বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে তল্লাশি এখনই বন্ধ করা হচ্ছে না। জঙ্গিরা সংখ্যায় ২-৩ জন ছিল মনে করা হচ্ছে। ফলে সব জঙ্গির মৃত্যু হয়েছে কি না বা কোনও জঙ্গি ওই জঙ্গলে এখনও লুকিয়ে আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”

এডিজি আরও বলেন, “এখনও পর্যন্ত এক জঙ্গির দেহ উদ্ধার হয়েছে। আরও এক জনের দেহ দেখা গিয়েছে। হয়তো আরও জঙ্গির দেহ মিলবে জঙ্গল থেকে। বেশ কিছু গোপন ডেরার হদিস মিলেছে ওই পাহাড়ে। সেগুলি ধ্বংস করার কাজ চলছে।” এই তল্লাশি অভিযানের সময় ওই জঙ্গলের কাছাকাছি বাসিন্দাদের না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে পুলিশের তরফে।

You may also like

Leave a Comment