Home » বৃষ্টিতে পিছলে গেল বিমানের চাকা, মুম্বই বিমানবন্দরে আহত কয়েক জন যাত্রী, থমকে পরিষেবা

বৃষ্টিতে পিছলে গেল বিমানের চাকা, মুম্বই বিমানবন্দরে আহত কয়েক জন যাত্রী, থমকে পরিষেবা

by admin

বৃষ্টির কারণে মুম্বই বিমানবন্দরে নামতে গিয়ে পিছলে গেল বিমানের চাকা। বিমানটিতে ছ’জন যাত্রী এবং দু’জন বিমানকর্মী ছিলেন। তাঁদের উদ্ধার করা হয়েছে। তবে যাত্রীদের মধ্যে কয়েক জন আহত। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, বিমানটি বিশাখাপত্তনম থেকে মুম্বইয়ে গিয়েছিল। বৃহস্পতিবার বিকেলে বিমানবন্দরে নামার সময় সমস্যায় পড়েন পাইলট। কারণ বৃষ্টিতে সেখানে রাস্তা পিছল হয়ে গিয়েছিল। দৃশ্যমানতাও কমে এসেছিল। মাটি ছোঁয়ার পর বিকেল ঠিক ৫টা ২ মিনিটে বিমান দাঁড় করাতে গিয়ে আচমকা চাকা পিছলে যায়। ফলে বিমানটি উল্টো দিকে ঘুরে যায়।

You may also like

Leave a Comment