লড়লেন তৌহিদ হৃদয়। বাংলাদেশের হয়ে শেষ পর্যন্ত লড়লেন তিনি। হৃদয় মন জিতলেও ম্যাচ জিততে পারলেন না। বাংলাদেশের টপ অর্ডারের ব্যর্থতা ডোবাল তাদের। প্রথমে ব্যাট করে ২৫৭ রান করে ২১ রানে ম্যাচ জিতল শ্রীলঙ্কা। বল হাতে নায়ক দলের অধিনায়ক দাসুন শনাকা। শ্রীলঙ্কার বিরুদ্ধে এক ব্যাটার কম খেলানোর খেসারতও দিতে হল বাংলাদেশকে। এই ম্যাচ হেরে যাওয়ায় শাকিব আল হাসানদের এশিয়া কাপের ফাইনালে ওঠার স্বপ্ন বড় ধাক্কা খেল। অন্য দিকে শ্রীলঙ্কার ফাইনালে ওঠার স্বপ্ন বেঁচে রইল।
কলম্বোর মাঠে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করেছিলেন শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিশঙ্ক ও দিমুথ করুণারত্নে। দ্রুত রান করছিলেন তাঁরা। কিন্তু বেশি ক্ষণ চলেনি জুটি। ১৮ করে আউট হন করুণারত্নে। দ্বিতীয় উইকেটে কুশল মেন্ডিসের সঙ্গে ভাল জুটি গড়েন নিশঙ্ক। মেন্ডিস অর্ধশতরান করলেও নিশঙ্ক ৪০ রানে আউট হয়ে যান।