প্রতিনিধি কৈলাসহর:-নিজের গ্ৰামকে স্বচ্ছ সুন্দর ও নির্মল রাখতে ফটিকরায় গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজিব দাসের নেতৃত্বে একদল উদ্যোমী যুবক প্রতিদিন সকালে সাফাই অভিযান কর্মসূচিতে অংশ নিচ্ছে।চলতি বছরের ২১শে মে থেকে ৩০/৩৫ জন যুবক মিলে নিজেদের গ্ৰাম কে স্বচ্ছ ও সুন্দর রাখার জন্য মাঠে নেমেছিল।আজ এই কর্মধারার একশো বছর পূর্তি হয়েছে।মূলত ফটিকরায় গ্ৰামের ফরেস্ট মাঠ এবং ফটিকরায় ইন্দিরা কলোনী এই দুটো জায়গায় চড়ক পূজা হয়ে থাকে।পূজার পরের দিন যেভাবে আবর্জনা সৃষ্টি হয় সেগুলো পরিস্কার করার জন্য গ্ৰামের মহিলা ও শিশুদের নিয়ে সাফাই অভিযান শুরু করেন প্রধান রাজীব দাস।এরপর ধীরে ধীরে পুরো ফটিকরায় গ্ৰামকেই আবর্জনা মুক্ত রাখতে রাজীব বাবুর নেতৃত্বে শুরু হয় বিশেষ সাফাই অভিযান কর্মসূচি।আর এই সাফাই কর্মসূচিতে স্বেচ্ছায় হাত লাগিয়েছেন আরও অনেক উদ্যোমী যুবক।গ্ৰীন ক্লাব স্বচ্ছতার সৈনিকদের এধরণের ব্যাতিক্রমী ভাবনার জন্য শুভানুধ্যায়ীদের তরফ থেকেও তাদের জন্য জালখাবারের ব্যাবস্থা করে থাকেন।তবে এই অভিযান কোনভাবেই বন্ধ হবে না বরং আগামীর শপথ নিয়ে নতুন ভাবনায় এগিয়ে যাবে বলে জানিয়েছেন ফটিকরায় গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজিব দাস।
146
previous post