Home » দিল্লির স্টেশনে খলিস্তানি স্লোগান

দিল্লির স্টেশনে খলিস্তানি স্লোগান

by admin

জি২০ শীর্ষ সম্মেলনের আগে দিল্লির পাঁচটি মেট্রো স্টেশনে ‘দিল্লি বনেগা খলিস্তান’ স্লোগান লিখল খলিস্তানপন্থী ‘শিখস ফর জাস্টিস’ সংগঠন। তাদের নেতা গুরুপতয়ন্ত সিংহ পান্নুন ভিডিয়োতে দাবি করেছেন, ‘‘প্রগতি ময়দানে জি২০ সম্মেলন ব্যাহত করার লড়াই শুরু হল। এ ভাবেই আমরা জি২০ গোষ্ঠীভুক্ত দেশগুলিকেও বার্তা দিচ্ছি। পঞ্জাব ভারতের অংশ নয়।’’ প্রগতি ময়দানেই জি২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানদের বৈঠক হওয়ার কথা। ফলে নিরাপত্তা নিয়ে চিন্তা বাড়ল দিল্লি পুলিশ তথা নরেন্দ্র মোদী সরকারের।

জি২০ শীর্ষ বৈঠক উপলক্ষে আপাতত সাজো সাজো রব রাজধানীতে। ওই শীর্ষ বৈঠক উপলক্ষে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন, চিনা প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁর কয়েক দিন দিল্লিতে থাকার কথা। তারই মধ্যে আজ দিল্লির অন্তত পাঁচটি মেট্রো স্টেশনে দেখা যায় ‘দিল্লি বনেগা খলিস্তান’ স্লোগান। ঘটনার দায় স্বীকার করে ‘শিখস ফর জাস্টিস’ সংগঠনের আমেরিকাবাসী নেতা গুরুপতয়ন্ত সিংহ পান্নুন বলেন, ‘‘প্রগতি ময়দানে জি২০ বৈঠক ব্যাহত করার লড়াই শুরু হল। মোদীই আমাদের লক্ষ্যবস্তু। পঞ্জাব ভারতের অংশ নয়। মোদীর ভারত শিখদের গণহত্যা চালাচ্ছে। দিল্লির মেট্রো স্টেশনগুলিতে স্লোগান লেখা হয়েছে। এ ভাবেই আমরা জি২০ গোষ্ঠীভুক্ত দেশগুলিকে বার্তা দিচ্ছি।’’ ১০ সেপ্টেম্বর জি২০ শীর্ষ বৈঠকের সময়ে খলিস্তানের দাবিতে খলিস্তানপন্থীরা কানাডায় ‘গণভোট’ নেবে বলে দাবি ‘শিখস ফর জাস্টিস’-এর। ‘শিখস ফর জাস্টিস’ সংগঠন ভারতে ইউএপিএ আইনের অধীনে নিষিদ্ধ। তারাই যে এই ঘটনার পিছনে রয়েছে, তা স্বীকার করেছে দিল্লি পুলিশও। তারা জানিয়েছে, এ নিয়ে আইনি ব্যবস্থা নিচ্ছে পুলিশ। স্লোগান লেখা মেট্রো স্টেশনের ফুটেজও ওই সংগঠনের তরফে প্রকাশ করা হয়েছে।

You may also like

Leave a Comment