ইস্তফার জল্পনার মধ্যে দিল্লি সফরে যাচ্ছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। বিজেপির একটি সূত্র জানাচ্ছে, বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন তিনি। সেই বৈঠকে হাজির থাকতে পারেন মণিপুরের বিজেপি সভানেত্রী শারদা দেবীও। ওই সূত্রের দাবি, বৈঠকে মণিপুরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য সম্ভাব্য পদক্ষেপগুলি নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি, কথা হতে পারে গোষ্ঠীহিংসায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়েও।
সোমবার (২১ অগস্ট) মণিপুর বিধানসভার বিশেষ অধিবেশন হওয়ার কথা। তবে দুই মন্ত্রী-সহ রাজ্যের ১০ কুকি বিধায়কের কেউই যোগ দেবেন না বলে আগেই জানিয়েছেন। ওই বিধায়কদের মধ্যে সাত জনই বিজেপির। কুকিস জ়ো-সহ জনজাতি গোষ্ঠীগুলির অভিযোগ, গত সাড়ে তিন মাসের গোষ্ঠীহিংসা-পর্বে বীরেনের সরকারের আচরণ পুরোপুরি পক্ষপাতদুষ্ট। জনজাতি অধ্যুষিত পাহাড় অঞ্চলগুলিতে নিরাপত্তার বিষয়টি মণিপুর সরকার অবহেলা করেছে। বীরেন তাঁর ‘স্বজাতি’ মেইতেইদের নিরাপত্তার বিষয়টিতে অগ্রাধিকার দিয়েছেন।