Home » উচ্চতর আদালতের বিরুদ্ধে রায়! ‘গুজরাত হাই কোর্টে হচ্ছেটা কী?’ প্রশ্ন সুপ্রিম কোর্টের

উচ্চতর আদালতের বিরুদ্ধে রায়! ‘গুজরাত হাই কোর্টে হচ্ছেটা কী?’ প্রশ্ন সুপ্রিম কোর্টের

by admin

গুজরাত হাই কোর্টের কাজে অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট। অভিযোগ, শীর্ষ আদালতে শুনানির আগেই রায় জানিয়ে দিয়েছে হাই কোর্ট। ফলে সুপ্রিম কোর্টে মামলাটি উঠলে বিচারপতিরা হাই কোর্টকে ভর্ৎসনা করেন। সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগারত্ন এবং বিচারপতি উজ্জ্বল ভুইয়াঁর মন্তব্য, ‘‘গুজরাত হাই কোর্টে হচ্ছেটা কী?’’

ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা এক তরুণীর গর্ভপাতের মামলা সুপ্রিম কোর্টে উঠলে শীর্ষ আদালত সোমবার তার শুনানির তারিখ নির্দিষ্ট করে। কিন্তু মামলাটি সুপ্রিম কোর্টে ওঠার আগেই শনিবার গুজরাত হাই কোর্ট এই মামলার রায় ঘোষণা করে দেয়। আদালত ওই তরুণীর গর্ভপাতের আবেদন খারিজ করে দিয়েছিল। সোমবার সেই মামলা আবার সুপ্রিম কোর্টে ওঠে। শীর্ষ আদালত তরুণীকে গর্ভপাতের অনুমতি দিয়েছে।

মামলাটির শুনানি চলাকালীন আদালত গুজরাত হাই কোর্টকে ভর্ৎসনা করে বলে, ‘‘গুজরাত হাই কোর্টে হচ্ছেটা কী? উচ্চতর আদালতের রায়ের বিরুদ্ধে রায় দেওয়ার অধিকার দেশের কোনও আদালতের নেই। এটা সাংবিধানিক দর্শনের বিরুদ্ধে।’’

You may also like

Leave a Comment