ওড়িশার বালেশ্বরের ট্রেন দুর্ঘটনার তদন্তে নেমে রেলের তিন জন কর্মচারীকে গ্রেফতার করল তদন্তকারী সংস্থা সিবিআই। ‘এনডিটিভি’-র একটি প্রতিবেদন অনুসারে, শুক্রবার অরুণ কুমার মোহান্ত, মহম্মদ আমির খান এবং পাপ্পু কুমার নামের ওই তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সিবিআই সূত্রে খবর, অনিচ্ছাকৃত খুনের অভিযোগে ওই তিন জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। কারণ ওই সূত্র মারফত জানা গিয়েছে, তিন রেল আধিকারিকই জানতেন যে, তাঁদের কার্যকলাপ বহু ক্ষয়ক্ষতির কারণ হতে পারে।
গত ২ জুন ওড়িশার বাহানগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনার মুখে পড়েছিল আপ করমণ্ডল এক্সপ্রেস, ডাউন বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটি মালগাড়ি। তীব্র গতিতে চলতে চলতে হঠাৎই লুপ লাইনে ঢুকে গিয়ে মালগাড়িকে ধাক্কা মেরে উল্টে গিয়েছিল করমণ্ডল এক্সপ্রেস। করমণ্ডলের ইঞ্জিনটি উঠে গিয়েছিল মালগাড়ির একটি কামরার উপরে। এই ঘটনায় ২৮৮ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা হাজারের বেশি।