Home » দিল্লিগামী বিমানে আসনের পাশেই মলত্যাগ, থুতুও ফেললেন যাত্রী, বিমানবন্দর থেকে গ্রেফতার

দিল্লিগামী বিমানে আসনের পাশেই মলত্যাগ, থুতুও ফেললেন যাত্রী, বিমানবন্দর থেকে গ্রেফতার

by admin

এয়ার ইন্ডিয়ার বিমানে আবার ‘অভব্যতা’র অভিযোগ। এক যাত্রী মাঝ আকাশে বিমানের শৌচাগার ব্যবহার না করে আসনের পাশেই মলত্যাগ করেছেন বলে অভিযোগ। প্রস্রাব করা এবং থুতু ফেলার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযুক্ত যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।গত ২৪ জুন মুম্বই থেকে দিল্লির দিকে যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার এআইসি ৮৬৬ বিমান। সেখানেই ছিলেন রাম সিংহ। তাঁর আসনের নম্বর ১৭এফ। অভিযোগ, বিমানের আসনের ৯ নম্বর সারির কাছে তিনি প্রস্রাব, মলত্যাগ করেন। থুতুও ফেলেন। তাঁর আচরণে অসঙ্গতি দেখে বিমানকর্মীরা ওই যাত্রীকে প্রথমে মৌখিক ভাবে সতর্ক করেন। পরে তাঁকে অন্য যাত্রীদের থেকে আলাদা করে দেওয়া হয়।

You may also like

Leave a Comment