Uncategorized দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক যুবক। by admin June 25, 2023 written by admin June 25, 2023 181 দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক যুবক। মৃত যুবকের নাম গনেশ সরকার। বাড়ি খোয়াই এর মধ্য সিংগী ছড়া গ্রামে। দুর্ঘটনাটি ঘটে রবিবার সকাল দশটায় শিঙি ছড়া 2 নং পেক্সের বাজারে। বেপেরুয়া ভাবে বাইক চালানোর ফলেই এই দুর্ঘটনা বলে অভিমত প্রত্যক্ষদর্শীদের। ঘটনার বিবরণে জানা যায় আজ সকাল দশটায় গণেশ তার নীজ পালসার বাইক নিয়ে ২ নং পেক্সের বাজারের দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আরো একটি বাইক নিয়ে দুই যুবক দ্রুত বেগে আস ছিল। একটি বাঁকে মোড় নিতে গিয়ে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে বাইক থেকে ছিটকে পড়ে যায় গনেশ এবং গুরুতর জখম হয় সে। প্রত্যক্ষদর্শীরা তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি তাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে তার শারীরিক অবস্থার অবনতি গঠতে থাকায় কর্তব্যরত চিকিৎসক দ্রুত তাকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করে দেন। কিন্তু আগরতলা যাবার পথে গণেশ মৃত্যুর কোলে ঢলে পড়ে। এদিকে দুর্ঘটনার পর দুই যুবককে আটক করে বাইকটিতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা এবং পরবর্তী সময়ে তাদের খোয়াই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। দুর্ঘটনায় যুবকের অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা গ্রামের মানুষ। 0 comment 0 FacebookTwitterPinterestEmail admin previous post বুদ্ধিজীবী সম্মেলনে ১৯৭৫ সালের জরুরি অবস্থা নিয়ে কংগ্রেসকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী next post লাল চড়া গ্রাম পঞ্চায়েতের বাজারটিলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কনজ্যুমার প্রোডাকশন রাইট একট এর উপর এক আইনের সচেতনতা শিবির অনুষ্ঠিত You may also like সুবর্ণ জয়ন্তীতে প্রগ্রেসিভ ইয়ুথ এর চক্ষু চিকিৎসা শিবির। January 29, 2025 শিক্ষা ব্যবস্থার সচেতনামূলক আলোচনা এবং ছাত্র-ছাত্রীদের পাঠ্য বই... June 20, 2024 পুকুরে বিষ দিয়ে মাছের মৃত্যু, বিভ্রান্ত হয়ে ছুটছেন... June 19, 2024 ধর্মনগর সাব জেল এবং জেল রোডের রি সারেশন... June 16, 2024 গঙ্গানগরের প্রত্যন্ত মাদলা পাড়ায় প্রাকৃতিক দুর্যোগেও শিক্ষক সমাজ June 15, 2024 মারুতি গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে গিয়ে... June 12, 2024 মাতৃহারা শিশুর পাশে বিধান শিশু উদ্যান June 12, 2024 রকমারি জুমের ফসল বিক্রির হিড়িক পড়েছে। June 6, 2024 বিশালগড়ে মহিলা মোর্চার কৃতি সংবর্ধনা June 2, 2024 কৃতি ছাত্রীকে সংবর্ধনা প্রদান করলেন পৌর চেয়ারম্যান May 31, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.