Home » গরমে প্রায় ৬০ জনের মৃত্যু বিহারে, কয়েকটি শ্মশানে বাড়ন্ত দেহ সৎকারের কাঠ!

গরমে প্রায় ৬০ জনের মৃত্যু বিহারে, কয়েকটি শ্মশানে বাড়ন্ত দেহ সৎকারের কাঠ!

by admin

কোভিড অতিমারির সময় শ্মশানে মৃতদেহের দীর্ঘ সারি দেখেছিল বিহারের বেশ কয়েকটি জেলা। এ বারের পরিস্থিতি ততটা শোচনীয় না হলেও, দেহ সৎকারের কাঠই বাড়ন্ত হতে চলেছে সেখানকার বেশ কিছু শ্মশানে! রাজ্যে আরা জেলার একটি শ্মশানেও গত কয়েক দিনে বৃদ্ধি পেয়েছে দেহ আসার সংখ্যা। এমনটা জানিয়েছেন শ্মশানের মূল কার্যনির্বাহক, যাঁকে স্থানীয়রা ‘ডোম রাজা’ বলে থাকেন। প্রায় একই পরিস্থিতি গয়া, ভোজপুর, ভাগলপুর, নালন্দা জেলার একাধিক শ্মশানেও।

You may also like

Leave a Comment