Home » ‘বিপর্যয়’ সতর্কতার মাঝেই গুজরাতে মৃদু ভূমিকম্প, উপকূল থেকে সরানো হয়েছে ৫০ হাজার মানুষকে

‘বিপর্যয়’ সতর্কতার মাঝেই গুজরাতে মৃদু ভূমিকম্প, উপকূল থেকে সরানো হয়েছে ৫০ হাজার মানুষকে

by admin

একা ‘বিপর্যয়ে’ রক্ষা নেই, ভূমিকম্প দোসর। বৃহস্পতিবার গুজরাতের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা আরব সাগরের শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়ের’। তার ঠিক ১ দিন আগে কচ্ছ জেলার মাটি কেঁপে উঠল। ভূমিকম্পের মাত্রা বেশি না হলেও ঘূর্ণিঝড়ের আবহে তা নতুন করে আতঙ্ক ছড়িয়েছে উপকূলবর্তী এলাকায়। রিখটার স্কেলে বুধবারের ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৫।গান্ধীনগরের ইনস্টিটিউট অফ সিসমোলজিক্যাল রিসার্চ জানিয়েছে, বুধবার বিকেল ৫.০৫ নাগাদ কচ্ছে ভূমিকম্প হয়। কম্পনের উৎসস্থল ছিল ভচাউ থেকে পাঁচ কিলোমিটার পশ্চিম দক্ষিণ-পশ্চিমে। তবে এর ফলে কোনও ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি।

You may also like

Leave a Comment