Home » করমণ্ডল-তদন্তে আরও দু’তিন দিন সময় লাগবে, জানিয়ে দিলেন রেল সুরক্ষা কমিশনার

করমণ্ডল-তদন্তে আরও দু’তিন দিন সময় লাগবে, জানিয়ে দিলেন রেল সুরক্ষা কমিশনার

by admin

বালেশ্বর দু্র্ঘটনার তদন্ত শেষ করতে আরও ২-৩ দিন সময় লাগবে। সোমবার জানিয়ে দিলেন রেলের তদন্তকারী দলের প্রধান রেল সুরক্ষা কমিশনার (দক্ষিণ-পূর্ব সার্কল) এএম চৌধুরী। তিনি জানিয়েছেন, সাক্ষ্যগ্রহণ করা হচ্ছে। ২-৩ জনকে জিজ্ঞেস করলে কাজ শেষ হবে না। যদিও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রবিবার জানিয়েছিলেন, বালেশ্বরে দুর্ঘটনা নিয়ে শীঘ্রই রিপোর্ট প্রকাশ করবে রেলের নিরাপত্তা সংক্রান্ত কমিশনার (সিআরএস)।গত শুক্রবার বালেশ্বরে দুর্ঘটনার তদন্তে নামে রেল সুরক্ষা কমিশনার (দক্ষিণ-পূর্ব সার্কল)। সেই নিয়ে এই প্রথম মুখ খুললেন রেল সুরক্ষা কমিশনার চৌধুরী। সোমবার খড়্গপুরে তিনি জানিয়েছেন, সাক্ষ্যগ্রহণ চলছে। এ পর্যন্ত ৫-৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁরা সকলেই ট্রেনের কর্মী এবং চালক। গ্রামবাসীদের সাক্ষ্য এখনও নেওয়া হয়নি। কেউ সাক্ষ্য দিতে চাইলে, তা গ্রহণ করার জন্য রেল প্রস্তুত বলে জানিয়েছেন চৌধুরী। তবে তদন্ত শেষ হতে সময় লাগবে। তাঁর কথায়, ‘‘এটা এতটাও সহজ নয় যে, ২-৩ জনকে জিজ্ঞেস করলেই হয়ে যাবে। আরও ২-৩ দিন সময় লাগবে।’’যদিও রবিবার সকালে দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে রেলমন্ত্রী বলেছিলেন, “রেলের নিরাপত্তা সংক্রান্ত কমিশনার (সিআরএস) শনিবার দুর্ঘটনাস্থলে ছিলেন… সিআরএস সকলের সঙ্গে কথা বলেছেন, এবং দ্রুত তদন্ত এগিয়েছেন। দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করা গিয়েছে।’’ এর পরই তিনি বলেন, ‘‘এই কাজ যাঁরা ঘটিয়েছেন তাঁদেরও চিহ্নিত করে ফেলা হয়েছে। সিআরএস তদন্ত রিপোর্ট, এই দুর্ঘটনার কারণ খুব শীঘ্রই জানা যাবে।’’ রেলের নিরাপত্তা সংক্রান্ত কমিশনার অবশ্য সোমবার আরও একটু সময় লাগার কথা জানিয়েছেন।

You may also like

Leave a Comment