Home » পানিসাগর মহকুমার দাম ছড়ার মুজাফফরনগর থেকে গোপন সূত্রে ভিত্তিতে বারটি বার্মিজ গরু আটক করল দাম ছড়া থানার পুলিশ।

পানিসাগর মহকুমার দাম ছড়ার মুজাফফরনগর থেকে গোপন সূত্রে ভিত্তিতে বারটি বার্মিজ গরু আটক করল দাম ছড়া থানার পুলিশ।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
দাম ছড়া থানায় ওসি হিসেবে কাজে যোগদান করার 16 দিন হল সাব ইন্সপেক্টর রাজু ভৌমিকের। তার মধ্যেই পরপর সাফল্য আসতে শুরু করে পুলিশের ঝুলিতে। জানা যায় গোপন সূত্রে ভিত্তিতে একটি ১২ চাকার গাড়ি থেকে বারটি বারমিস গরু আটক করতে সফল হয় দাম ছাড়া থানার পুলিশ। খবর অনুযায়ী সোমবার গভীর রাত থেকে তল্লাশি চালায় পুলিশ বাহিনী। মঙ্গলবার ভোররাতে গোপন সূত্রের তথ্য অনুযায়ী একটি ১২ চাকার লড়িকে আটক করে তল্লাশি চলাকালীন তার মধ্যে থাকা বারটি বার মিস গরু ধরা পড়ে। তাছাড়া তিন জনকে পুলিশ আটক করে এরা হলো লিটন মিয়া বাড়ি মেলাঘর বয়স ৩৫ বছর, জামাল হোসেন বাড়ি সোনামুড়া বয়স ২৭ বছর এবং আব্দুল সাত্তার বাড়ি খোলা জুরি বয়স ৩৪ বছর। তাদেরকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। উল্লেখ্য রাজু ভৌমিক ওসি হিসেবে দাম ছড়া থানায় যোগদান করার 16 দিনের মধ্যে বার্মিজ সুপারি বার্মিজ গরু একের পর এক ধরে পুলিশের সফলতার ঝুড়িতে একের পর এক পালক গেতে দিচ্ছে। এই অভিযানে ধান ছড়া থানার পুলিশকে সাহায্য করে পানিসাগর থানার এসডিপিও স্বয়ং।

You may also like

Leave a Comment