Home » ভারতে জন্ম নেওয়া প্রথম চিতা শাবকের মৃত্যু কুনোয়! দু’মাসের মধ্যে মারা গেল চারটি

ভারতে জন্ম নেওয়া প্রথম চিতা শাবকের মৃত্যু কুনোয়! দু’মাসের মধ্যে মারা গেল চারটি

by admin

নরেন্দ্র মোদী সরকারের আনা আরও একটি চিতার মৃত্যু হল মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে। গত দেড় মাসের মধ্যে এই নিয়ে সেখানে চতুর্থ চিতা মারা গেল। তবে আগের তিন বারের মতো পূর্ণবয়স্ক চিতা নয়, এ বার মৃত্যু হয়েছে একটি শাবকের।মধ্যপ্রদেশ বন দফতর সূত্রের খবর, নামিবিয়া থেকে আনা একটি মহিলা চিতা গত মার্চ মাসে যে ৪টি শাবকের জন্ম দিয়েছিল, তারই ১টি মারা গিয়েছে মঙ্গলবার। মৃত্যুর কারণ হিসাবে প্রাথমিক ভাবে শারীরিক দুর্বলতাকে চিহ্নিত করেছেন চিকিৎসকেরা। তবে ওই মহিলা চিতার অন্য ৩টি শাবক সুস্থ রয়েছে বলে কুনো জাতীয় উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছেন।

You may also like

Leave a Comment