Home » এডিসি প্রশাসন কথা দিয়ে কথা রাখলেন না এরই প্রতিবাদে সোমবার অঙ্গনওয়ারী সেন্টার বন্ধ রাখে কর্মীরা।

এডিসি প্রশাসন কথা দিয়ে কথা রাখলেন না এরই প্রতিবাদে সোমবার অঙ্গনওয়ারী সেন্টার বন্ধ রাখে কর্মীরা।

by admin

প্রতিনিধি,গন্ডাছড়া ২২মে:- এডিসি প্রশাসন কথা দিয়ে কথা রাখলেন না এরই প্রতিবাদে সোমবার অঙ্গনওয়ারী সেন্টার বন্ধ রাখে কর্মীরা। ঘটনা ধলাই জেলার প্রত্যন্ত গন্ডাছড়া মহকুমায়। ঘটনার বিবরণে জানা যায় ডম্বুর নগর আইসিডিএস প্রজেক্টের অধীন ২৩৯ টি অঙ্গনওয়ারী কেন্দ্রের ওয়ার্কার এবং হেলপার’গন গত এপ্রিল মাসের বেতন ভাতা পায়নি। এই নিয়ে গত শুক্রবার সমস্ত অঙ্গনওয়ারী কর্মী এবং হেলপাররা প্রথমে গন্ডাছড়া সিডিপিও অফিসে ডেপুটেশন প্রদান করে এবং পরে অফিস ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। দীর্ঘক্ষণ অফিস থালা থাকার পর টিটিএএডিসির সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল অফিসার অঙ্গনওয়ারী কর্মীদের সাথে মোবাইল ফোনে কথা বলে তাদের আশ্বাস দেন শনিবারের মধ্যে তাদের বেতন ভাতা মিটিয়ে দেওয়া হবে। প্রিন্সিপাল অফিসারের আশ্বাসে কর্মীরা থালা খুলে দেয়। একই সাথে তারা জানিয়েছেন শনিবারের মধ্যে যদি তাদের বেতন ভাতা মিটিয়ে দেওয়া না হয় তাহলে সোমবার থেকে ডম্বুরনগর আইসিডিএস প্রজেক্টের অধীন সমস্ত অঙ্গনওয়ারী সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এদিকে শনিবার দপ্তরের প্রিন্সিপাল অফিসার কথা দিয়ে কথা রাখলেন না তাই সোমবার থেকে অঙ্গনওয়ারী কর্মীরা অনির্দিষ্টকালের জন্য সেন্টার বন্ধ রাখে। এ বিষয়ে ডম্বুর নগর আইসিডিএস প্রজেক্টের সিডিপিও ইনচার্জ মঙ্গল রাংখল’কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান সোমবারই তাদের ব্যাংক অ্যাকাউন্টে বেতন ভাতা প্রদান করা হয়। এছাড়াও বকেয়া চার মাসের ফিটিং বিলের টাকা চলতি মাসের মধ্যেই প্রদান করা হবে। সিডিপিও ইনচার্জ সমস্ত অঙ্গনওয়ারী কর্মী ও হেলপারদের অনুরোধ করে বলেন তারা যেন আগামী কাল থেকে যথারীতি সেন্টার চালু রাখেন। অবশেষে মাসের চতুর্থ সপ্তাহে অঙ্গনওয়ারী কর্মী এবং হেলপার’দের বেতন ভাতা প্রদান করায় খুশি তাদের পরিবার পরিজনরা।

You may also like

Leave a Comment