প্রতিনিধি, বিশালগড় , ৬ মে।। গৌহাটিতে মাটির নীচে গ্যাস লাইনে কাজ করতে গিয়ে প্রাণ গেলো দুই ভাইয়ের। মৃত দুই ভাইয়ের বাড়ি দক্ষিণ চড়িলাম গ্রাম পঞ্চায়েতের ৬ নং কলোনীতে। মৃতদের নাম উৎপল নমঃ ( ৩৫) এবং রাকেশ নমঃ (২৬)। পিতার নাম সুবল নমঃ। দুই বছর ধরে গোহাটিতে অয়েল ইন্ডিয়া লিমিটেড কোম্পানির অধীনে কাজ করতেন দুই ভাই । শনিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে তারা। মাটির নিচে গ্যাস লাইনের বোর্ডিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎএর সংস্পর্শে এসে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। ঘটনাটি ঘটে আসামের পাথর কুড়ি নারঙ্গি ক্লাব সংলগ্ন এলাকায়। শনিবার সকালে দুই ভাইয়ের মৃত্যুর খবর চড়িলামে পৌঁছতেই শোকে পাথর হয়ে যায় গোটা পরিবার। পুত্র হারা মা বাবার কান্নায় আকাশ ভারী হয়ে উঠে। স্ত্রী সন্তান সহ আত্মীয় পরিজনেরা কান্নায় ভেঙে পড়ে । সুবল নমঃ র বাড়িতে ছুটে যায় গোটা এলাকার মানুষ। হৃদয়বিদারক ঘটনায় গোটা গ্রামেই শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে মৃতদেহ বাড়িতে আনার জন্য কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। রবিবার মৃহদেহ দু’টি চড়িলামের বাড়িতে আসবে বলে জানা গিয়েছে।
110
previous post