প্রতিনিধি, উদয়পুর :- সোমবার গৌহাটিতে অনুষ্ঠিত উচ্চক্ষমতাসম্পন্ন ব্রহ্মপুত্র বোর্ডের সভায় রাজ্যের প্রতিনিধি হিসেবে যোগ দেন রাজ্যের অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী কৈলাশ চৌধুরী। সভায় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ত্রিপুরার সবগুলো নদীকে ব্রহ্মপুত্র জল বোর্ডের অধীনে এনে নদীগুলোর নাব্যতা বৃদ্ধি ও নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করেন। তিনি বলেন ত্রিপুরার নিজস্ব আয় দিয়ে নদী সংস্কার ও তার রক্ষণাবেক্ষণ করা কঠিন। তিনি রাজ্যের কৃষি সম্ভাবনার কথা উল্লেখ করে রাজ্যের নদীগুলোর সংস্কারের প্রয়োজনীয়তার দিকে দৃষ্টি আকর্ষণ করেন।