Home » ধর্মনগর সংস্কৃতি বলয়ের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে বৈশাখী উৎসব।

ধর্মনগর সংস্কৃতি বলয়ের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে বৈশাখী উৎসব।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতিভবনে দুপুর দুইটায় ধর্মসংস্কৃতি বলা যায় এর উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি বাপ্পা চক্রবর্তী, সম্পাদক স্বরূপ ঘোষ, কোষাধ্যক্ষ পুণ্যশ্রী ঘোষ, অফিস সেক্রেটারি অনির্বাণ চক্রবর্তী সহ অন্যান্য রা। আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। রয়েছে নৃত্য, কবিতা, গান, তবলার লহরী এবং ভিন্ন স্বাদের অংকন প্রতিযোগিতা। মূলত বাংলা ভাষাকে আরো জনপ্রিয় এবং সলো পারফরম্যান্স প্রদর্শন করা হচ্ছে এই প্রতিযোগিতার মূল লক্ষ্য। আজকাল ঘরের ছেলেমেয়েরা শুধুমাত্র দলগতভাবে তাদের পারদর্শিতা দেখাচ্ছে কিন্তু যার যার বিভাগে একা পারফরম্যান্স দেখানোর মতো সুযোগ থাকছে না। এ প্রতিযোগিতা প্রতিযোগিতার কাছে এই সুযোগ করে দিচ্ছে। ১২ মে রয়েছে অভিভাবকদের নিয়ে একটি পরামর্শ মূলক সভা এই সভায় বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার পৃষ্ঠপোষকরা তাদের মতামত ব্যক্ত করবেন। ১৪ মে ধর্মনগরের বিবেকানন্দ সার্থ শতবার্ষিকী ভবনে যারা বিভিন্ন বিভাগে প্রথম হবে তাদেরকে নিয়ে মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। শুধুমাত্র ধর্মনগর মহকুমা নয় এই প্রতিযোগিতায় যোগদান করছে পানিসাগর কুমারঘাট কৈলাশহর থেকে বিভিন্ন বিভাগের শিল্পীরাও।

You may also like

Leave a Comment