প্রতিনিধি মোহনপুর:-গোটা রাজ্যের মধ্যে গুড গভর্নেন্সের জন্য প্রথম পুরস্কার দখল করে নজির গড়লো বামুটিয়া ব্লকের অন্তর্গত নড়সিংগড় গ্রাম পঞ্চায়েত। বুধবার পঞ্চায়েত কার্যালয় এই পুরস্কার পাওয়াকে কেন্দ্র করে এক আনন্দ উৎসবের আয়োজন করা হয়। জন প্রতিনিধিরা এবং আধিকারিকরা কেইক কেটে আনন্দ ভাগ করেন। রাজ্য স্তরের পাশাপাশি ব্লক স্তরেও এই পঞ্চায়েত মোট পাঁচটি পুরস্কার হাসিল করেছে।
বামুটিয়া ব্লক এলাকার সবকটি পঞ্চায়েতের মধ্যে নড়সিং গড় পঞ্চায়েতের নাম সেরা তালিকায় উঠে এসেছে গোটা রাজ্যের মধ্যে। গুড গভর্নেন্সের জন্য পঞ্চায়েত প্রথম স্থান দখল করেছে। এছাড়াও বাবুটিয়া ব্লকের মধ্যে এফ এফ সি প্রকল্প বাস্তবায়নে প্রথম এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় দ্বিতীয় স্থান দখল করেছে। এদিনের এই অনুষ্ঠানে প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস বলেন এই পঞ্চায়েতের প্রধান নিবেদিতা দাস (সাহা), উপপ্রধান বিপ্লব দেবনাথ এবং অন্যান্য জনপ্রতিনিধিরা এলাকার মানুষের জন্য সঠিকভাবে কাজ করার মধ্য দিয়ে এই শিরোপা অর্জন করেছে। অন্যদিকে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হড়ি দুলাল আচার্জী বলেন নড়সিংগড় পঞ্চায়েতের এই সাফল্য আগামী দিনে সমস্ত পঞ্চায়েতকে অনুপ্রাণিত করবে। অন্যদিকে পঞ্চায়েতের উপ প্রধান বিপ্লব দেবনাথ বলেন সরকারের নীতি নির্দেশিকার মধ্য দিয়ে যে সমস্ত কাজগুলো এসেছে সেগুলোই সঠিকভাবে বাস্তবায়ন করা হয়েছে। এখানে আলাদা কোন কিছু করা হয়নি। এদিনের এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বামুটিয়া ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শিলা দাস সেন, বামুটিয়া ব্লকের বিডিও এবং অন্যান্য জনপ্রতিনিধিরা।
রাজ্যস্তরে প্রথম পুরস্কার নড়সিংগড় পঞ্চায়েতেরপঞ্চায়েত কার্যালয়ে অনুষ্ঠিত হয় কেইককাটা
147