Home » বলিউডে সুযোগের নাম করে দেহব্যবসায় ঠেলে দেওয়ার অভিযোগ! গ্রেফতার কাস্টিং ডিরেক্টর

বলিউডে সুযোগের নাম করে দেহব্যবসায় ঠেলে দেওয়ার অভিযোগ! গ্রেফতার কাস্টিং ডিরেক্টর

by admin

গ্ল্যামারের দুনিয়ায় ফের অন্ধকার জগতের হাতছানি। বলিউডে কাজ পাওয়ার আশায় বুক বেঁধে যৌনপল্লিতে ঠাঁই হওয়ার জোগাড়। মায়ানগরীতে কাজ পাইয়ে দেওয়ার অছিলায় দেহব্যবসার চক্র চালানোর অভিযোগ কাস্টিং ডিরেক্টর আরতি মিত্তলের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার কাস্টিং ডিরেক্টর। পুরো ঘটনার তদন্তে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।বলিউডে কাজ করার সুযোগ মিলবে। এই আশায় কাস্টিং ডিরেক্টরের শরণাপন্ন হন হাজার হাজার তরুণ-তরুণী। এমনই দুই তরুণী মডেলকে গোরেগাঁও থেকে উদ্ধার করে পুলিশ। সেখান থেকে উদ্ধার করে রিহ্যাবে পাঠানো হয় তাঁদের। ওই দুই তরুণীই পুলিশকে জানান, আরতি মিত্তল কথা দিয়েছিলেন, তাঁদের দু’জনকেই ১৫ হাজার টাকা দেবেন। দুই তরুণী মডেলের থেকে তথ্য পেয়েই আটঘাট বেঁধে নামে মুম্বই পুলিশ। একটি হোটেলে পাঠানো হয় সাজানো গ্রাহক। ওই ফাঁদেই পা দেন কাস্টিং ডিরেক্টর আরতি মিত্তল। প্রকাশ্যে আসে দেহব্যবসার চক্র। ইতিমধ্যেই আরতি মিত্তলকে গ্রেফতার করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।

পুলিশ আধিকারিক মনোজ সুতার গোপন সূত্র মারফত এই দেহব্যবসার চক্রের খোঁজ পান। তথ্য পেয়ে তিনি একটি দল গঠন করেন এবং আরতিকে ফোন করে জানান, দুই বন্ধুর জন্য দু’জন গণিকা লাগবে। ফোনে ৬০ হাজার টাকা দাবি করেন আরতি। শুধু তা-ই নয়, তদন্তকারীদের দাবি, তরুণ উঠতি মডেলদের টাকার টোপ দিয়ে দেহব্যবসায় নামানোর ছক করতেন ওই কাস্টিং ডিরেক্টর।

কাস্টিং ডিরেক্টরের কাজ ছা়ড়াও কিছু কিছু অভিনয়ের কাজও করেছেন অভিযুক্ত আরতি মিত্তল। টেলিভিশনের ‘আপনাপন’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। দিন কয়েক আগে বলিউড অভিনেতা আর মাধবনের সঙ্গে এক ছবিতে কাজ করার কথা সমাজমাধ্যমের পাতায় জানান আরতি।

You may also like

Leave a Comment