প্রতিনিধি, বিশালগড়, ১৩ এপ্রিল।। বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সামাজিক ন্যায় সেবা সপ্তাহ কার্যক্রম চলছে। সেবামূলক কার্যক্রমের মাধ্যমে বিজেপির ৪৪ বছরের পথচলার ইতিহাস তুলে ধরা হচ্ছে। এরই অঙ্গ হিসাবে
গোলাঘাটি মন্ডল মহিলা মোর্চার উদ্যোগে জনজাতি পরিবারের হাতে তুলে দেয়া হয় কাপড় বুনোনের সুতো। বৃহস্পতিবার পেকুরজলা এডিসি ভিলেজের গাংঠাকুর বাজারে আয়োজন অনুষ্ঠানে ১৭০ জন মহিলাদের মধ্যে সুতো বিতরণ করা হয়।
সুতো বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা জম্পুইজলা আর.ডি ব্লকের বিএসি চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেববর্মা। এছাড়া ছিলেন গোলাঘাটি মন্ডল সাধারণ সম্পাদক সুকুমার দেববর্মা, মহিলা মোর্চার মন্ডল সভানেত্রী মিতা দাস, মন্ডল জনজাতি মোর্চার সহসভাপতি নিরন দেববর্মা প্রমুখ। প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা বলেন বিজেপির কার্যকর্তারা সারাবছর মানুষের পাশে থাকে। অনেক রাজনৈতিক দল ভোটের পর বেপাত্তা হয়ে যায়। কিন্তু বিজেপি থাকে ৩৬৫ দিন। সরকার সমাজের অন্তিম ব্যাক্তির কাছে পৌঁছে যাচ্ছে। গত পাঁচ বছর অনেক কাজ হয়েছে। আগামী দিনে রাজ্যের কল্যাণে কাজ করবে ডবল ইঞ্জিনের সরকার।
গোলাঘাটিতে জনজাতি মহিলাদের মধ্যে সুতো বিতরণ
106
previous post