প্রতিনিধি , উদয়পুর :-
সন্তানের হাতে আক্রান্ত হল পিতা । ঘটনা উদয়পুর টাউন সোনামুড়া এলাকায় । বৃহস্পতিবার দুপুরে উদয়পুর টাউন সোনামুড়া এলাকার বাসিন্দা রসিদ মিঞা স্মান সেরে আল্লার কাছে নামাজ পড়ছিলেন। এমন সময় হঠাৎ উনার ছেলে মহরম আলী এক লাঠি নিয়ে এসে পিতা রসিদ মিঞাকে মাথায় আঘাত করে। আঘাত করার কয়েক মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন পিতা রসিদ মিঞা । বাড়িতে থাকা সদস্যরা এসে দেখেন রসিদ মিঞা মাটিতে আহত অবস্থায় পড়ে রয়েছেন। সারা দেহে রক্তে ভিজে গেছে। এই ঘটনা দেখতে পেয়ে বাড়ির সদস্যরা খবর দেয় রাধাকিশোর পুর থানায়। পুলিশ ঘটনাস্থলে আসার আগেই রসিদ মিঞা কে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসা করানোর জন্য । বর্তমানে রসিদ মিঞা জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে বাড়ির লোকজন জানান মহরম আলী প্রায়ই আকন্ঠ নেশা গ্ৰস্ত অবস্থায় থাকে। পুলিশ মহরম আলী কে নিজেদের জালে তোলার জন্য মাঠে নেমে পড়েছে । এই ঘটনায় ব্যাপক চঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে ।