আবারো বন্য হাতির আক্রমণে গুরুতর আহত এক ব্যক্তি। ঘটনা মঙ্গলবার গভীর রাতে পূর্ব লক্ষ্মীপুর এ.ডি.সি ভিলেজের অন্তর্গত চামপ্লাই এলাকায়। এদিন রাতে অরুণ দেববর্মা নামে চামপ্লাই এলাকার বাসিন্দা ব্যক্তিগত কাজ সেরে বাড়ি ফেরার পথে পূর্ব লক্ষ্মীপুর এডিসি ভিলেজের পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায় আসতেই বন্য হাতি আক্রমণ চালায়। এই আক্রমণের ফলে সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে এই ব্যক্তি। পরবর্তীতে এলাকার সাধারণ লোকজন ঘটনাটি প্রত্যক্ষ করে তড়িঘড়ি আহত অবস্থায় এই ব্যক্তিকে উদ্ধার করে রাতেই তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে উনার চিকিৎসা চলছে তেলিয়ামুড়া হাসপাতালে। অপরদিকে মঙ্গলবার গভীর রাতে বন্য হাতির দল চামপ্লাই এলাকা সহ বিভিন্ন আশপাশ এলাকা গুলিতে রাতের অন্ধকারে একাধিক বাড়ি ঘরে তাণ্ডব চালায় এবং বাড়ি ঘরের আসবাবপত্র সহ বিভিন্ন মূল্যবান জিনিস পত্র নষ্ট করে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। কিন্তু তেলিয়ামুড়া বন বিভাগ হাতির তান্ডব থেকে মানুষ কে রক্ষা করতে আজও কোনও ব্যবস্হা করতে পারেনি।
113
previous post