Home » মশার উপদ্রব থেকে শহরবাসীকে বাঁচাতে মাঠে নামলো পৌর পরিষদ

মশার উপদ্রব থেকে শহরবাসীকে বাঁচাতে মাঠে নামলো পৌর পরিষদ

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

উদয়পুরের পৌর পরিষদে বসবাসকারী নগরবাসীকে মশার উপদ্রব থেকে বাঁচাতে মাঠে নামলো পৌর পরিষদ । শীতে যেতে না যেতেই মশার উপদ্রব বেড়ে চলেছে উদয়পুরে । এক প্রকার সন্ধ্যা নামতেই মশার দল আক্রমণ চালায় নগরবাসীদের উপর । আট থেকে আশি কোন নাগরিক বাদ পড়ে না এই আক্রমণের হাত থেকে । তাই উদয়পুরের পৌর পরিষদ মশা নিধন করার জন্য স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় শুরু হয়েছে ডিফ্লোবেনজুরুন স্প্রে করার কাজ । উদয়পুর পৌর পরিষদের ২৩ টি ওয়ার্ডে ধারাবাহিকভাবে মশা নিধনের জন্য পৌর কর্মীরা কাজ করবে । ইতিমধ্যেই পৌর পরিষদের ৫ নং ওয়ার্ড মধ্যপাড়ায় চলছে মশা নিধনের কাজ । মশা নিধনের যাবতীয় কাজকর্ম সরজমিনে পরিদর্শন করেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার। উদয়পুর পৌরবাসীকে সার্বিক পরিষেবা প্রদানে উদয়পুর পৌর পরিষদ নাগরিকদের কাছে বদ্ধপরিকর বলে এইদিন অভিমত ব্যক্ত করেন পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার।

You may also like

Leave a Comment