নিজস্ব প্রতিনিধি কল্যাণপুর…. বিধানসভা নির্বাচনের পাঠ চোখে যাওয়ার পর আবারও কল্যাণপুরে স্বাবলম্বী করার প্রয়াস জারি। ২০১৮ এ সেরা রাজ্যে পালা বদলের পর কল্যাণপুরে ব্যাপক অংশের উদ্যোগী যুবক যুবতীদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে তোলার জন্য বিভিন্ন স্কিমের আওতায় ব্যাপক সংখ্যক আর্থিক সুবিধা প্রদান করা হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর আজ প্রথমবার কল্যাণপুরে
বেকার যুবকদের স্বাবলম্বী করার লক্ষ্যে স্বাবলম্বন প্রকল্পে টমটম তুলে দেওয়া হল সুবিধা প্রাপকদের হাতে।
উল্লেখ্য কল্যাণপুর ব্লক এলাকার কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত এবং পূর্ব কুঞ্জবন গ্রাম পঞ্চায়েতের মোট চারজন বেকার যুবকদের হাতে টমটম তুলে দেওয়ার এই মহতী কর্মসূচিতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, কল্যাণপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক তরুণ কান্তি সরকার প্রমুখ।
বিশ্বজিৎ মজুমদার, অলক নাগ, পাপলু দাস, সুভাষ দেবনাথ এই চারজনের হাতে টমটম গুলো তুলে দেন বিধায়ক সহ অন্যান্য অতিথিরা। জানা গেছে টমটমের নির্ধারিত মূল্য ১ লক্ষ ৭৭ হাজার টাকার মধ্যে সরকারিভাবে ভর্তুকি দেওয়া হবে ৬০ হাজার টাকা। কল্যাণপুর ইউকো ব্যাংক এই চারটি টমটমের ফাইন্যান্স করেছে। সরকারি সহায়তায় এমন টমটম হাতে পেয়ে বেকার যুবকরা বেজায় খুশি। বিধায়ক পিনাকী দাস চৌধুরী এক সাক্ষাৎকার জানান, চারজন বেকার যুবকদের এই সরকারি সহায়তায় টমটম প্রদান করা হয়। আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যেই ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের যৌথ উদ্যোগে এমন প্রয়াস জারি হয়েছে সর্বত্র। পাশাপাশি তিনি এটাও দাবি করেন আগামী দিনে সমস্ত অংশের মানুষের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নের জন্যই সরকার কাজ করবে।
রাজ্যকে আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে কল্যাণপুরে বিধায়কের হাত ধরে টমটম গাড়ি প্রদান করা হয়
113