ধর্মনগর প্রতিনিধি।
২৪ মার্চ হচ্ছে বিশ্ব যক্ষা দিবস অর্থাৎ যক্ষা থেকে বিশ্বকে মুক্ত করার প্রয়াস। এই দিবসকে সামনে রেখে ২২ মার্চ অর্থাৎ বুধবার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কমপ্লেক্সে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে মুখ্য স্বাস্থ্য আধিকারিক অরুনাভ চক্রবর্তী ছাড়া উপস্থিত ছিলেন এই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত অফিসার ডক্টর রাহুল পুরকায়স্থ। ২৪ মার্ চ কাঞ্চনপুর এবং পানিসাগর দুটি হাসপাতালে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন হবে। কমিউনিটি লেভেলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্র এবং দস্দা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে। রাজ্যে বর্তমানে নথিভূক্ত যক্ষা রোগের সংখ্যা রয়েছে ১৫৩২ জন যার মধ্যে উত্তর জেলায় ২১২ জন। হাসপাতাল কর্তৃপক্ষ জানান 80% রোগে সফলতার সাথে ওষুধে সাড়া দিচ্ছে। আগামী ২০২৫ সালের মধ্যে ত্রিপুরা রাজ্য তথা সারা ভারতবর্ষ যক্ষা রোগমুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। শুধুমাত্র তাই নয় আগামী ২৪ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে যক্ষা রোগ মুক্ত করা নিয়ে বক্তব্য রাখবেন। এই বক্তব্যে উত্তর জেলার রাধা পুর গ্রাম পঞ্চায়েতের সাব সেন্টার কে দেশের মধ্যে একটি কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। কি কি কারনে কোন কোন লক্ষণে যক্ষা রোগ একজন থেকে অন্য জনে সম্প্রসারিত হতে পারে তা নিয়ে এই ভার্চুয়াল কনফারেন্সে বলা হবে তাছাড়া বর্তমানে যারা যক্ষা রোগী তাদেরকে সরকার থেকে ওষুধ পত্রের পাশাপাশি প্রতি মাসে ৫০০ টাকা করে দেওয়া হচ্ছে। নিশ্চ মিত্র যা বানানো হচ্ছে।
বিশ্ব যক্ষা দিবসকে সামনে রেখে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত করলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অরুনাভ চক্রবর্তী।
108