Home » নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে জেলা ভিত্তিক যুব উৎসব অনুষ্ঠিত হয় লাল ছড়া গ্রাম পঞ্চায়েতে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এ।

নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে জেলা ভিত্তিক যুব উৎসব অনুষ্ঠিত হয় লাল ছড়া গ্রাম পঞ্চায়েতে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এ।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
বুধবার কালাছড়া আর ডি ব্লকের অধীন লাল ছড়া গ্রাম পঞ্চায়েতে স্কুলে নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে রাজ্যভিত্তিক যুব উৎসব অনুষ্ঠিত হয়। উদ্ভূতক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, ওয়াই এ এস এর ডিরেক্টর সু বিকাশ দেববর্মা, নেহেরু যুব কেন্দ্রের রাজ্য অধিকর্তা জবা চক্রবর্তী ,উত্তর জেলার মুখ্য চিকিৎসক অধিকর্তা ডঃ অরুনাভ চক্রবর্তী উত্তর জেলার শিক্ষা অধিকর্তা সনদ কুমার নাথ কালা ছড়া আর ডি ব্লকের ব্লক আধিকারিক অমিত চন্দ্র এবং লাল ছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিত্রী নাথ প্রমূখ ভুতন করে যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকুড়ায় বলেন একটি পুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে হবে। এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে রাজ্য থেকে ভ্রস্টাচার দূর করতে হবে শুধুমাত্র সরকারি কর্মচারীদের দ্বারা ভ্রষ্টাচার দূর করা সম্ভব নয়। তার জন্য যুবকদের এগিয়ে আসতে হবে কেন্দ্রীয় সরকার রাজ্যের উন্নয়নের জন্য দুহাত উন্মুক্ত করে একের পর এক উপহার দিয়ে যাচ্ছে। ধর্মনগর স্টেশন থেকে এখন ১৬ টি জায়গায় রেল যোগাযোগের মাধ্যমে যাওয়া সম্ভব হচ্ছে যা এক সময় ছিল কল্পনাতীত। ঘরে ঘরে সুশাসনের মাধ্যমে মানুষের দরজার কাছে সরকারি সুযোগ-সুবিধা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বিভিন্ন ক্লাব এবং সংস্থাগুলি যেভাবে মানুষের কাজে এগিয়ে এসে কখনো জলের পায় কখনো জমিতে ধান রোপন কখনো আবার ফসল কাটতে এগিয়ে আসছে তাতে যুবকদের হাত ধরে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া সম্ভব বলে তিনি উল্লেখ করেন,

You may also like

Leave a Comment